shono
Advertisement
Gram Chikitsalay

'গ্রাম চিকিৎসালয়' টোকা! বিনয় পাঠকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ বাঙালি পরিচালকের

আমাজন প্রাইম ভিডিওর সিরিজের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ!
Published By: Sandipta BhanjaPosted: 04:39 PM May 05, 2025Updated: 04:39 PM May 05, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্প্রতি আমাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে প্রকাশ্যে এসেছে নতুন ওয়েব সিরিজ 'গ্রাম চিকিৎসালয়'-এর ট্রেলার। অনেকটা 'পঞ্চায়েত' সিরিজের ধাঁচেই তৈরি। দেশের প্রান্তিক অঞ্চলের এক চিকিৎসকের গল্প বলবে এই শো। সিরিজের পয়লা ঝলক দেখে দর্শক-অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিলেও এবার গুরুতর অভিযোগ উঠল নির্মাতাদের বিরুদ্ধে। বলা ভালো, 'গ্রাম চিকিৎসালয়'-এর অন্যতম মুখ্য চরিত্র বিনয় পাঠকের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ তুললেন বাঙালি পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত।

Advertisement

অনিন্দ্য এর আগে 'কিরীটী' সিরিজ নিয়ে কাজ করেছেন। কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্তদের মতো অভিনেতাদের সঙ্গেও। সেই পরিচালকই এবার বেশ কয়েকটা স্ক্রিনশট শেয়ার করে বিনয় পাঠকের বিরুদ্ধে গল্প চুরির অভিযোগ তুললেন। অনিন্দ্যর অভিযোগ, 'গ্রাম চিকিৎসালয়'-এর গল্পের সঙ্গে তাঁর একটি গল্পের মিল রয়েছে। যে গল্প নিয়ে তিনি এর আগে বিনয় পাঠকের সঙ্গে আলোচনা করেছিলেন। পরিচালক জানিয়েছেন, তিনি এই গল্পটি বিনয়কে শুনিয়েছিলেন এবং তাঁকে খলনায়কের চরিত্রে ভেবেছিলেন। কিন্তু বলিউড অভিনেতা ভিলেনের ভূমিকায় অভিনয় করতে রাজি হননি। ফলে অনিন্দ্যরও আর সেই গল্পে কাজ করা হয়নি। কিন্তু আসল গোল বাঁধে, 'গ্রাম চিকিৎসালয়'-এর ট্রেলার মুক্তি পাওয়ার পর। অনিন্দ্যর কথায়, আমাজন প্রাইম ভিডিওর সিরিজের সঙ্গে তাঁর ভাবা গল্পের দারুণ মিল। উপরন্তু, এই সিরিজের মুখ্যচরিত্রে রয়েছেন বিনয় পাঠকই। ঠিক যেমনটা অভিনেতা চেয়েছিলেন। সেটাই বাস্তবায়িত হয়েছে। এরপরই গোটা বিষয়টি সোশাল মিডিয়ায় তুলে ধরেন অনিন্দ্য বিকাশ দত্ত।

ফেসবুকে একাধিক স্ক্রিনশট শেয়ার করে পরিচালক জানিয়েছেন, "আমি এখন লেখক তথা পরিচালকও। সদ্য কপিরাইটের নিয়ম ভাঙার ঘটনা ঘটেছে আমার রেজিস্টার্ড একটি স্ক্রিনপ্লে 'কোয়াক শঙ্করের' সঙ্গে। ২০২১ সালের জানুয়ারি মাসে আমি উক্ত চিত্রনাট্যটি জনপ্রিয় অভিনেতা বিনয় পাঠককে পাঠাই। ভেবেছিলাম ওঁকে একটি মুখ্য ভূমিকায় পাব। বিশেষ করে, খলনায়কের ভূমিকায় চেয়েছিলাম বিনয়কে। পরিকল্পনা ছিল, উনি রাজি হলে ওঁর সঙ্গে কথা বলেই চরিত্রটিকে আরেকটু সাজিয়ে তুলব। কিন্তু কথাবার্তা আর এগোয়নি। কিন্তু আমাজন প্রাইমের আগামী সিরিজের ট্রেলার দেখে বুঝলাম, আমার গল্পের মূল ভাবনা এবং চরিত্রদের টুকে ব্যবহার করা হয়েছে 'গ্রাম চিকিৎসালয়'-এ। আরও চমকপ্রদ বিষয়, এখানে মুখ্য ভূমিকায় রয়েছেন বিনয় পাঠকই।" পাঁচ বছরের বেশি সময় নিয়ে ভাবা এই গল্পের স্রষ্ট অনিন্দ্য সোজাসুজি গল্প চুরির অভিযোগ তুলেছেন নির্মাতাদের বিরুদ্ধে। সেই পোস্ট ভাইরাল হওয়ার পরই টলিউডের জনপ্রিয় পরিচালকদের একাংশ, যেমন- সুদেষ্ণা রায়, সুব্রত সেনরা তাঁকে আইনি পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সম্প্রতি আমাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে প্রকাশ্যে এসেছে নতুন ওয়েব সিরিজ 'গ্রাম চিকিৎসালয়'-এর ট্রেলার।
  • 'গ্রাম চিকিৎসালয়'-এর অন্যতম মুখ্য চরিত্র বিনয় পাঠকের বিরুদ্ধে সরাসরি গল্প চুরির অভিযোগ তুললেন বাঙালি পরিচালক অনিন্দ্য বিকাশ দত্ত।
Advertisement