সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসুর ছবি 'লাইফ ইন আ মেট্রো'- ছুঁয়ে গিয়েছিল শহুরে রোজনামচায় অভ্যস্ত সম্পর্কগুলি। সেই সম্পর্কের ওঠাপড়া নানা দিক তুলে ধরেছিলেন তাঁর ছবিতে পরিচালক অনুরাগ বসু। ছবি দেখে রীতিমতো মুগ্ধ হয়েছিলেন দর্শক।
এরপর কেটে গিয়েছে ১৭ বছর। সামনেই সেই ছবির সিক্যুয়েল 'মেট্রো...ইন দিনো'র মুক্তি। তার আগে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে পরিচালক অনুরাগ বসু বলেন, "আমার 'জগ্গা জাসুস' ছবি তখন হয়ে গিয়েছে। এরপর একদিন আমি আর ইরফান চ্যাট করছিলাম। হঠাৎই ইরফান বলল, 'মেট্রো ২ বানাই চলো'। হ্যাঁ এটা যদিও 'লাইফ ইন আ মেট্রো মুক্তির পরপরই নয় বেশ কিছু বছর পরে। তবে ইরফানের খানের পরামর্শেই এই ছবির বীজ বপণ হয়েছিল।
অনুরাগ আরও বলেন, "আমার কখনও এই ছবির ট্রিলজি বানানোর প্ল্যান ছিল না। আমি 'লাইফ ইন আ মেট্রো' বানানোর পর এই ছবি নিয়ে আমার মধ্যে বেশ সংশয় ছিল। এমন ছবি অতগুলো বছর আগে দর্শক কীভাবে নেবে সেটা ভেবে চিন্তিত ছিলাম। কিন্তু পরবর্তীকালে আমি দারুণ উৎসাহ পাই এই ধরণের ছবি করার জন্য। পরবর্তীকালে আমি এমন হাইপারলিঙ্কড ছবির গল্প লেখা শুরু করি। এরপর 'লুডো' তৈরি হয়।"
আগামী ৪ জুলাই মুক্তি পাবে 'মেট্রো...ইন দিনো'। চার জুটির ভালোবাসা, সম্পর্কের সংজ্ঞা তুলে ধরা হবে এই ছবিতে। ছবিতে জুটি হিসাবে অভিনয় করছেন, সারা আলি খান-আদিত্য রায় কাপুর, কঙ্কনা সেনশর্মা-পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল-ফতিমা সানা শেখ ও অনুপম খের-নীনা গুপ্তা।
