shono
Advertisement

ডাকাত দলের খপ্পরে তারা সুতারিয়া, প্রাণ বাঁচাতে লুকোলেন অন্ধকার কুয়োয়! ভিডিও দেখলে চমকে যাবেন

ডাকাতদের হাত থেকে কি শেষমেশ বাঁচতে পারবেন তারা?
Posted: 12:05 PM Oct 27, 2023Updated: 12:05 PM Oct 27, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হঠাৎ করেই বাসের মধ্য়ে ডাকাত দলের আক্রমণ। কিন্তু একি! টাকা,পয়সা নয়, বরং তারা সুতারিয়াকে নিয়ে চম্পট দিল ডাকাতের দল। তার পর? যা ঘটে তা চমকে দেওয়ার মতো।

Advertisement

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। প্রকাশ্য়ে এসেছে তারা সুতারিয়া ও অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নতুন ছবি অপূর্ব-র ট্রেলার। যেখানে একেবারে অন্যরকম অবতারে নজর কাড়লেন তারা। ছবিতে তারা সুতারিয়া, অপূর্ব ছাড়াও রয়েছেন ধৈর্য কারওয়া, রাজপাল যাদবের মতো অভিনেতারা। প্রথম ঝলকেই ইঙ্গিত রয়েছে, এই ছবিতে তারা, অন্যান্য ছবির মতো মিষ্টি নায়িকা নয়। বরং অ্য়াকশন অবতারে অভিনয় করেছেন। ছবিটি পরিচালনা করেছেন নিখিল নাগেশ ভাট।

[আরও পড়ুন: মাটির মানুষ! স্কুটি চেপেই স্ত্রীকে নিয়ে আজিমগঞ্জে ঠাকুর দেখলেন অরিজিৎ, ভাইরাল ভিডিও]

পরিচালক নিখিল জানিয়েছেন, ”অপূর্ব ছবিতে এমন এক গল্পকে সামনে এনেছি, যা দেখে শিহরন জাগতে বাধ্য। আসলে, নারীশক্তির অন্যদিককে তুলে ধরা হয়েছে এই ছবিতে। ছবিতে তারার চরিত্রটি সেই নারীশক্তিকেই তুলে ধরে। তবে এটুকু বলতে পারি এই ছবিতে তারা সবাইকে অবাক করে দেবে।” ছবিটি ডিজনি-হটস্টারে মুক্তি পাবে ১৫ নভেম্বর।

[আরও পড়ুন: রণবীর-দীপিকার বিয়ের ৫ বছর পর ফাঁস রাজকীয় বিয়ের ভিডিও, নেপথ্যে করণ জোহর, দেখুন]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement