হিন্দি সিনেদুনিয়ায় ধর্মীয় মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে বিগত কয়েক সপ্তাহ ধরেই চর্চায় এআর রহমান। অস্কারজয়ী শিল্পীর বলিউডে 'কোণঠাসা' ত্বত্ত্বে যদিও তারকামহলের সিংহভাগ সায় দিতে নারাজ, তবে দাবানলের মতো ছড়িয়ে পড়া রহমানের মন্তব্য নিয়ে আপাতত দেদার কাটাছেড়া জারি। এমন আবহেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পত্নী মেলানিয়া ট্রাম্পের তরফে বিশেষ আমন্ত্রণ পেলেন এআর রহমান (A R Rahman)। ঠিক কোন কারণে মার্কিন ফার্স্ট লেডি'র তরফে ডাক এল?
আসলে মেলানিয়ার জীবন নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র। যদিও শুক্রবার বিশ্বব্যাপী সেই ছবি মুক্তি পাচ্ছে, তবে তার প্রাক্কালে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে বৃহস্পতিবার রাতে এক তারকাখচিত প্রিমিয়ারের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই বিশ্বের তাবড় ব্যক্তিত্বদের সঙ্গে আমন্ত্রিত ছিলেন রহমানও। ২৯ জানুয়ারি 'মেলানিয়া' শীর্ষক তথ্যচিত্রের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, র্যাপার ওয়াকা ফ্লকা ফ্লেম এবং জর্ডান বেলফোর্ট, যাঁর জীবন থেকে অনুপ্রাণিত হয়ে 'দ্য উলফ অফ ওয়াল স্ট্রিট' সিনেমাটি নির্মিত হয়েছে। এছাড়াও বিশেষ অতিথি তালিকায় ছিলেন নিউ ইয়র্ক সিটির প্রাক্তন মেয়র এরিক অ্যাডামস, মার্কিন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স, স্বাস্থ্যসচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়র এবং রাজস্বসচিব স্কট বেসেন্টের মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা। এহেন তারকাখচিত সান্ধ্যকালীন প্রিমিয়ার জলসায় অস্কারজয়ী সুরকার রহমানের উপস্থিতি যে অন্যতম আকর্ষণ ছিল, তা বলাই বাহুল্য।
জানা গিয়েছে, ছবিটিতে মূলত তুলে ধরা হয়েছে ফার্স্ট লেডির ভাবমূর্তি। সিনেমাতে মেলানিয়াকে শুধু ফ্যাশন এবং কূটনীতিক হিসেবে নয়, বরং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবেও কাজ করতে দেখা যাবে। 'মেলানিয়া' তথ্যচিত্র তৈরিতে আমাজনের এমজিএম স্টুডিওর সঙ্গে ৪০ মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। তথ্যচিত্রের এক বিশেষ দৃশ্যে দেখানো হয়েছে। রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের অনুষ্ঠানে বিশেষ পোশাক পরিহিত মেলানিয়া নিরাপত্তারক্ষীদের পরামর্শ দিচ্ছেন। গত শনিবার হোয়াইট হাউসে ছবিটির একটি বিশেষ প্রদর্শনী হয়। ছবিটি আমেরিকায় দেড় হাজারেরও বেশি হলে মুক্তি পাচ্ছে শুক্রবার। যদিও অগ্রিম বুকিংয়ে মুখ পড়েছে নির্মাতাদের! কারণ বৃহস্পতিবার পর্যন্ত মার্কিন ফার্স্ট লেডির তথ্যচিত্রের টিকিট বিকিয়েছে মোটে তিনটে। এমন আবহে তথ্যচিত্রের প্রিমিয়ারে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন অস্কারজয়ী রহমান।
