shono
Advertisement

মাত্র ১১ টাকা পারিশ্রমিকে ‘মানবজমিনে’র গান গেয়েছেন অরিজিৎ, গোপন কথা ফাঁস করলেন শ্রীজাত

শুক্রবার মুক্তি পাচ্ছে শ্রীজাতর 'মানবজমিন'।
Posted: 09:12 PM Jan 05, 2023Updated: 09:24 PM Jan 05, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক শ্রীজাতর প্রথম ছবি ‘মানবজমিন’। ইতিমধ্যেই অরিজিৎ সিংয়ের গাওয়া এই ছবির ‘মন রে কৃষিকাজ জানো না’ গানটি প্রশংসিত। তবে এই গানের নেপথ্যে যে গল্প রয়েছে, তা জানলে ফের অরিজিতের প্রেমে পড়ে যাবেন তাঁর অনুরাগীরা। ঠিক যেমন, অরিজিতের স্বভাবে মুগ্ধ হলেন শ্রীজাত।

Advertisement

সম্প্রতি শ্রীজাত শেয়ার করলেন, এই গানটি গাওয়ার জন্য মাত্র ১১ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন অরিজিৎ (Arijit Singh)। সেটিও নাকি নিতে চাইছিলেন না। তবে জোর করায় ১১ টাকা নিতে রাজি হন। আর বাদ বাকি পারিশ্রমিকটা বাচ্চাদের স্কুলে দান করে দেওয়ার কথা বলেন অরিজিৎ।

[আরও পড়ুন: বিগ বির নাতির সঙ্গে প্রেম করছেন সুহানা খান! ডেটিংয়ের ছবি ঘিরে ছড়াল গুঞ্জন]

শ্রীজাতর কথায়, ‘আমি যখন গানটা গাওয়ার পর ওর কাছে পারিশ্রমিকের কথা জিজ্ঞাসা করি, ও বলল-না, আমি তোমার থেকে পারিশ্রমিক নেব না। আমি পালটা বলি, নিতে তো হবেই ভাই। এরপর জবাব এল, আচ্ছা ঠিক আছে এক কাজ করো, আমি তো ফেস্টিভ্যাল উদ্বোধনে কলকাতায় যাচ্ছি, তখন তুমি আমাকে ১১টাকা দিয়ে দিও। আমি বললাম, দেখো এটা মিউজিক রাইটস তো সোনি এন্টারটেনমেন্ট কিনছে, তাদের তো কনট্রাক্টে বলা যাবে না অরিজিৎ সিং ১১ টাকা পারিশ্রমিক নিয়েছে। সেইসময় অরিজিৎ বলল, ‘আচ্ছা ঠিক আছে শ্রীজাতদা, আমি একটা বাচ্চাদের স্কুল চালাই তাহলে যা দেওয়ার তুমি ওদের দিয়ে দাও, পুজোর জামা হয়ে যাবে’।

[আরও পড়ুন: মা হওয়ার পর কেমন কাটছে দিন? মেয়েকে স্তন্যপানের ছবি পোস্ট করে জানিয়ে দিলেন বিপাশা ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement