shono
Advertisement
Arijit Singh

সঙ্গী স্ত্রী, সাতসকালে মহাকালেশ্বর মন্দিরে অরিজিৎ

অনুষ্ঠানের ব্যস্ততার মাঝে ধর্মকর্মে মন অরিজিতের।
Published By: Sayani SenPosted: 10:55 AM Apr 20, 2025Updated: 10:55 AM Apr 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরনে গেরুয়া রঙের নামাবলির মতো কুর্তা। সঙ্গে লাল ধুতি। পাশে স্ত্রী। তাঁর পরনে লাল শাড়ি। কালো শাল। দু'জনের কপালেই হলুদ তিলক। রবিবাসরীয় সাতসকালে ধর্মকর্মে মন অরিজিৎ সিংয়ের। স্ত্রীকে নিয়ে ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন।

Advertisement

সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিও। মন্দিরে পুজো দেওয়ার সময় পুরোহিত অরিজিতের গলায় ওঁং চিহ্ন লেখা উত্তরীয় পরিয়ে দেন। কপালে হলুদের তিলক লাগিয়ে দেন। হাতজোড় করে একমনে প্রার্থনা করতে দেখা গিয়েছে সস্ত্রীকে অরিজিৎকে।

অরিজিৎ সিংয়ের বিশ্বজোড়া খ্যাতি। যে বঙ্গসন্তানের দরজায় কড়া নাড়েন মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা। এত বড়মাপের শিল্পী হয়েও নিজের শিকড় ভুলে যাননি যিনি, তাই তো তাঁর সঙ্গে দেখা করতে জিয়াগঞ্জে হাজির হন পশ্চিমী সঙ্গীতজগতের তাবড় শিল্পীরা। গত সেপ্টেম্বর মাসেই লন্ডনের স্পেশাল কনসার্টে এড শিরানের সঙ্গে মঞ্চ ভাগ করে নেন অরিজিৎ সিং। মার্কিন মুলুকে দুই গায়ক সুপারস্টারের জমজমাট যুগলবন্দির জলসা দেখে মুগ্ধ হয়েছিলেন শ্রোতা-অনুরাগীরাও।

বর্তমানে বাংলার বাইরে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠান নিয়ে ব্যস্ত অরিজিৎ। শনিবার ইন্দোরে একটি অনুষ্ঠান ছিল তাঁর। ওই অনুষ্ঠান দেখতে ভিড় জমান অনেকে। আর স্বাভাবিকভাবেই অরিজিতের অনুষ্ঠান মন ছুঁয়ে গিয়েছে প্রায় সকলের। আগামী সপ্তাহে মুম্বইয়ে অনুষ্ঠান রয়েছে তাঁর। তারই মাঝে সম্প্রতি শোনা গিয়েছে গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে যাচ্ছেন অরিজিৎ। যদিও পরে জানা যায় ওই খবরের কোনও সত্যতা নেই। একেবারে ভুয়ো। তবে কাজের ব্যস্ততা থাকলেও, অরিজিৎ একেবারে সাধারণ ঘরের ছেলের মতো জীবনযাপন করেন। পরিবার নিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। তাই রবিবার একেবারে ছাপোষা ভঙ্গিমায় দেখা গেল তাঁকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রবিবাসরীয় সাতসকালে ধর্মকর্মে মন অরিজিৎ সিংয়ের।
  • স্ত্রীকে নিয়ে ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন।
  • পরনে গেরুয়া রঙের নামাবলির মতো কুর্তা। সঙ্গে লাল ধুতি। পাশে স্ত্রী। তাঁর পরনে লাল শাড়ি। কালো শাল। দু'জনের কপালেই হলুদ তিলক।
Advertisement