সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবারই অসমে পৌঁছেছে জুবিন গর্গের নিথর দেহ। কথা ছিল, মঙ্গলবার সকাল আটটায় কামারকুচি গ্রামে হবে গায়কের শেষকৃত্য। কিন্তু তার প্রাক্কালেই প্রশাসনের পরিকল্পনায় বদল! সোমবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানালেন, নতুন করে জুবিন গর্গের ময়নাতদন্ত করা হবে। গায়কের মৃত্যুর ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ ওঠাতেই জনতার দাবিতে এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গুয়াহাটির এইমস-এ সকাল সাড়ে ৭টায় জুবিন গর্গের ময়নাতদন্ত হবে বলে জানা গেল। তার জন্যে থাকছে স্পেশাল টিম। এদিকে মঙ্গলবার অসমের কামারকুচি এনসি গ্রামে জুবিনের শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে। সুষ্ঠভাবে যাতে গায়কের শেষকৃত্য সম্পন্ন হয়, পরিবার এবং প্রসাসন, উভয়ের তরফেই সেদিকে খেয়াল রাখা হচ্ছে। সংশ্লিষ্ট রাজ্যের মন্ত্রী এবং অসম গণপরিষদের (এজিপি) কার্যকরী সভাপতি কেশব মহন্ত জানিয়েছেন, কামারকুচির শেষকৃত্যস্থলে জুবিন গর্গের স্মৃতিসৌধ নির্মাণের জন্য ১০ বিঘা জমি নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।
সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী অতুল বোরার মন্তব্য, "গায়কের পরিবারের সঙ্গে কথা বলেই স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। গোটা অসম জুবিনকে ভালোবাসে, শ্রদ্ধা করে। জুবিনের বিপুল জনপ্রিয়তার জন্যেই অসমের পাশাপাশি গোটা দেশের মানুষ এখানে এসেছেন।" এদিকে সোমবারই সিঙ্গাপুরের তরফে এসে পৌঁছেছে জুবিনের মৃত্যুর শংসাপত্র অর্থাৎ ডেথ সার্টিফিকেট। সেখানে উল্লেখ, "জলে ডুবেই গায়কের মৃত্যু হয়েছে।" যদিও জুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের আঁচ পাচ্ছেন অসমবাসীর একাংশ। নেটপাড়াতেও নানা ভিডিও ভাইরাল হচ্ছে। কারও দাবি, 'কেউ তাঁকে ধাক্কা মেরে জলে নামিয়েছেন', আবার কেউ বলছেন, 'ইচ্ছে করে লাইফ জ্যাকেট ছাড়া ওঁকে মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে...!' এহেন নানা তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই নেটভুবনে তরজা! এসবের মাঝেই অসম সরকারের তরফে সিঙ্গাপুরের পর দ্বিতীয়বার ভূমিপুত্রের ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হল। প্রসঙ্গত, প্রয়াত গায়কের শেষ স্মৃতি আঁকড়ে রাখতে তাঁর পায়ের ছাপ নিয়ে মোম দিয়ে পাদুকা তৈরি করেছেন শিল্পী দিগন্ত ভারতী। নেটপাড়ার ভাইরাল সেই ছবি দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুরাগীরা।
