সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পর থেকেই বলিউডে বা ভারতীয় বিনোদুনিয়ায় পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ করে দিয়েছিল সিনে সংগঠন। তবে সুপ্রীম কোর্টের রায়ে শাপমোচন ঘটলেও তার পর আর সেভাবে কোনও পাক শিল্পীকে ভারতীয় সিনেজগতে কাজ করতে দেখা যায়নি। একসময়ে এদেশে চুটিয়ে কনসার্টও করতেন আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খানের মতো পাকশিল্পীরা। তবে সেই রাস্তাও এখন বন্ধ। বরং সিংহভাগ পাকিস্তানি শিল্পীরা কনসার্টের জন্য ভিড় জমিয়েছেন 'বদলের' বাংলাদেশে। এবার আতিফ আসলামকে (Atif Aslam) দেখা লন্ডনের রাস্তায় গিটার হাতে গান গাইতে।
জনপ্রিয় শিল্পীকে রাস্তায় গান গাইতে দেখে পথচলতিদের অনেকে সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেন। দাবানল গতিতে ভাইরালও হয়েছে সেই ভিডিও। দেখা গেল, আতিফ একমনে গান গেয়ে চলেছেন। কেউ মুঠোফোনে সেই মুহূর্তবন্দি করছেন, আবার কারও বা কোনও ভ্রুক্ষেপই নেই! আর সেটা দেখেই অনুরাগীদের কৌতূহল, 'পাকিস্তানে কি এতটাই দুরঅবস্থা, কোনও শো বা কনসার্ট নেই, যে শিল্পীদের রাস্তায় গান ধরতে হয়েছে?' যদিও একাংশ আবার আতিফকে সামনে থেকে চাক্ষুষ করতে পেরে নিজেদের ভাগ্যবান বলে মনে করছেন। এ যেন তাঁদের কাছে স্বপ্নপূরণ। কেউ বা আবার পাকশিল্পীর স্ট্রিট পারফরম্যান্সে বুঁদ হয়ে বলছে 'রিয়েল রকস্টার'। সবমিলিয়ে লন্ডনের রাস্তায় গিটার হাতে গান গেয়ে চর্চার শিরোনামে আতিফ।
সত্যিই কি পাকিস্তানের বিনোদুনিয়ায় ভাটা থেকেই লন্ডনে স্ট্রিট পারফরম্যান্স করতে হচ্ছে গায়ককে? জানা গেল অন্য কথা। আসলে আতিফ আসলাম (Atif Aslam) নিজেই চেয়েছিলেন রাস্তায় দাঁড়িয়ে তাৎক্ষণিক পারফরম্যান্সে অনুরাগীদের তাক লাগিয়ে দেবেন। যেমন ভাবনা, তেমন কাজ। আসলে লন্ডনের পিকাডেলি সার্কাসে তাঁর শো রয়েছে। তার প্রাক্কালেই সেখানকার রাস্তায় রিহার্সাল সেরে নিলেন।
