shono
Advertisement

Breaking News

Ayan Mukerji-Brahmastra 2

রণবীর-দীপিকার 'ব্রহ্মাস্ত্র ২'-এর প্রস্তুতি তুঙ্গে! লোকেশন খুঁজতে কোথায় গেলেন অয়ন?

অয়নের এই পোস্টের নেপথ্যে অনেকেই দেখতে পাচ্ছেন নতুন ছবির প্রস্তুতিপর্ব।
Published By: Arani BhattacharyaPosted: 06:24 PM Jan 07, 2026Updated: 07:16 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শীতের মরশুমে পাহাড়ের কোলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়। উত্তরাখণ্ডের পাহাড়ে তোলা তাঁর একগুচ্ছ ছবি দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে তিনি ছুটি কাটাতে ব্যস্ত। তবে না পরিচালকের এই ছবি কিন্তু জন্ম দিয়েছে অনেকগুলো প্রশ্নের। অনেকেই অয়নের এই পোস্টের নেপথ্যে দেখতে পাচ্ছেন নতুন ছবির প্রস্তুতি। যদিও তা নিয়ে কিছুই খোলসা করেননি পরিচালক।

Advertisement

রোদ ঝলমলে পাহাড়ের কোলে তোলা একগুচ্ছ ছবি পোস্ট করেছেন অয়ন। ক্যাপশনে যা লিখেছেন তার অর্থ হল 'আলো'। অয়নের সেই ছবিতে পুরোদস্তুর ফুটে উঠেছে প্রকৃতির নানা রূপের ছবি। সেখানকার মন্দির, সূর্যাস্ত, গাছগাছালি এসব কিছুই দেখা যাচ্ছে অয়নের পোস্টে। তবে সেসবের পাশাপাশি নেটিজেনরা আরও যে একটি বিষয় অনুমান করছেন, তা হল 'ব্রহ্মাস্ত্র ২: দেব' আসছে নাকি খুব তাড়াতাড়ি। সেই ছবি তৈরির জন্যি নাকি ময়দানে নেমে পড়েছেন পরিচালক। হন্যে হয়ে খুঁজছেন লোকেশন। এই অনুমান আরও জোরদার হয় যখন অয়ন মুখোপাধ্যায় পরে আরও একটি পোস্টে লেখেন, 'নতুন আলো', আর তা থেকেই সকলের মনে প্রশ্ন জেগেছে যে, এই ক্যাপশনের মাধ্যমেই কি তাহলে নিজের নতুন ছবির ইঙ্গিত দিলেন অয়ন। যদিও তা নিয়ে কিছুই খোলসা করেননি তিনি।

 

২০২৩ সালে 'ব্রহ্মাস্ত্র ২: দেব'-এর ঘোষণা করেছিলেন অয়ন মুখোপাধ্যায়। এছাড়াও জানিয়েছিলেন ২০২৬ সালে মুক্তি পাবে এই ছবি এবং ২০২৭ সালে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র ৩'। বলে রাখা ভালো 'ব্রহ্মাস্ত্র' ছবিতে ক্যামিও চরিত্রে দীপিকা পাড়ুকোনকে পেয়েছিলেন দর্শক। গুঞ্জন ছড়িয়েছে যে, 'ব্রহ্মাস্ত্র ২' ছবিতে এবার মুখ্য ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। যদিও এই নিয়ে এখনও কিছুই জানাননি অয়ন। সুতরাং বলা যায়, এখন শুধুই অপেক্ষা 'ব্রহ্মাস্ত্র ২' ছবির শুটিং শুরুর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • উত্তরাখণ্ডের পাহাড়ে তোলা তাঁর একগুচ্ছ ছবি দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে তিনি ছুটি কাটাতে ব্যস্ত।
  • তবে না পরিচালকের এই ছবি কিন্তু জন্ম দিয়েছে অনেকগুলো প্রশ্নের।
  • যদিও তা নিয়ে কিছুই খোলসা করেননি পরিচালক।
Advertisement