সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়, তবুও তিন মিনিটের ঝলকে যে খেলা দেখালেন 'কেজিএফ' স্টার যশ, তাতে বৃহস্পতিবার নেটভুবনময় জোর 'টক্সিক' চর্চা। কথা দিয়েছিলেন, জন্মদিনে নতুন অবতারে দেখা দেবেন। প্রতিশ্রুতিমাফিক ৮ জানুয়ারি আন্ডারওয়ার্ল্ডের 'টক্সিক কিং' রূপে ধরা দিলেন যশ। 'লার্জার দ্যন লাইফ' ঝলকে বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ম-ম করা গোরস্থানে উদ্দাম যৌনতায় মাততে দেখা গেল দক্ষিণী সুপারস্টারকে। মার্চের পর্দায় যে রক্তস্নান হবে, 'টক্সিক' (Toxic Teaser)-এর পয়লা ঝলকেই হুঁশিয়ারি দেগে দিলেন দক্ষিণী তারকা।
এই গল্প কোনও সাধারণ নায়কের নয়। বরং অন্ধকারে রাজপাট চালিয়ে যাওয়া এক গ্যাংস্টার রায়ার। যে চরিত্রে ধরা দেবেন যশ। 'টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস'-এর নাম আর টিজারেই বুঝিয়ে দিলেন যে এই 'সর্বনাশী খেলা' প্রাপ্তবয়স্কদের জন্য। মিনিট তিনেকের ঝলক শুরুই হল গোরস্থানে এক কবরের দৃশ্য দিয়ে। আচমকাই সেখানে ডন স্টাইলে আবির্ভাব রায়ার। মুহূর্তের মধ্যে শোকের আবহ বদলে গেল বোমাবাজি, মুহুর্মুহু গোলাগুলি আর রক্তারক্তিতে। কিন্তু ভ্রুক্ষেপ নেই রায়ার। সে তখন গাড়ির ভিতর প্রেয়সী রসে মত্ত! সাহসী দৃশ্য শেষে গাড়ি থেকে বেরিয়ে সিগারেট ধোঁয়া উড়িয়ে ফের অ্যাকশন শুরু করল যশ। এমনই রগরগে সব মুহূর্ত দেখা গেল 'টক্সিক'-এর টিজারে। যা দেখে নেটপাড়ার ভবিষ্যদ্বাণী, 'এই সিনেমা অ্যানিম্যাল, ধুরন্ধর-এরও বাবা হতে চলেছে!' টিজার দেখে ইতিমধ্যেই প্রশংসায় পঞ্চমুখ করণ জোহর, সন্দীপ রেড্ডি ভাঙ্গারা।
২০২৬ সালের আগামী ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তি পাবে এই অন্ধকার রূপকথা। যে সিনেমার পরিচালনা করেছেন গীতু মোহনদাস। হলিউড স্টাইল অ্যাকশন দৃশ্যও ততোধিক প্রশংসার দাবিদার। গল্পের প্রেক্ষাপট নয়ের দশকের গোয়া। যেখানে মাদকচক্র, অপরাধ আর ক্ষমতার দাপটে সেসময়ে আধিপত্য বিস্তার করেছে এক নিষ্ঠুর সাম্রাজ্য। কতটা নিষ্ঠুর, কতটা অন্ধকার? জন্মদিনে সেই ঝলকই দেখালেন দক্ষিণী সুপারস্টার যশ। এই সিনেমা ছবিটি মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় তৈরি হলেও মুক্তি পাবে হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষায়। কিয়ারা আডবানি, হুমা কুরেশি, তারা সুতারিয়াদের মতো নায়িকাদের জন্য এই ছবি যে হিন্দি বলয়েও ভালো ব্যবসা করবে, তেমনটা আন্দাজ করাই যায়। এছাড়াও দক্ষিণী নায়িকা নয়নতারা এবং রুক্মিণী বসন্ত রয়েছেন 'টক্সিক'-এ।
