shono
Advertisement
Varun Dhawan

'জওয়ান' বরুণ ধাওয়ানকে নিয়ে বিতর্ক, নিন্দুকদের 'দেশদ্রোহী' বলে চুপ করালেন 'বর্ডার ২' প্রযোজক

Border 2: ঘুষ দিয়ে বরুণ ধাওয়ানের 'বডি শেমিং', অভিনয় নিয়ে ব্যঙ্গ, কী বলছেন অভিনেতা খোদ?
Published By: Sandipta BhanjaPosted: 06:22 PM Jan 08, 2026Updated: 06:47 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'বদলাপুর', 'ভেড়িয়া'র মতো সিনেমায় অভিনেতা হিসেবে নিজের 'জাত' বুঝিয়েছিলেন বরুণ ধাওয়ান। সেখান থেকেই করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর উত্থান। তবে আদ্যোপান্ত 'মশালা মুভি'র অভিনেতাকে সম্ভবত 'বর্ডার ২'-এর ঝলকে দেখে বেমানান ঠাহর হয়েছে সিনেপ্রমীদের একাংশের। যার রেশ ধরে নেটদুনিয়ায় বর্তমান তুমুল শোরগোল! প্রশ্ন উঠেছে, বরুণের অভিনয় দক্ষতা নিয়ে। এমনকী একাংশ আবার খুল্লমখুল্লা অভিনেতার 'বডি শেমিং'য়েও লিপ্ত হয়েছেন। বিষয়টি নজর এড়ায়নি 'বর্ডার ২' প্রযোজক নিধি দত্তর। অতঃপর পালটা গর্জে উঠেছেন জেপি দত্তকন্যা।

Advertisement

ঠিক কী ঘটেছে? সদ্য মুক্তিপ্রাপ্ত 'বর্ডার ২' সিনেমার 'সন্দেশে আতে হ্যায়' গানটি বর্তমানে নেটপাড়ায় রাজত্ব করছে, বললেও অত্যুক্তি হয় না। তবে আপত্তি উঠেছে, বরুণের অভিনয় নিয়ে। একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না। আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান! এহেন বিতর্কের মাঝেই বরুণ ধাওয়ান সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেছিলেন। যেখানে আচমকাই জনৈক নেটবাসিন্দা তাঁকে প্রশ্ন ছুঁড়ে বসেন, 'আপনার অভিনয় নিয়ে এত ঠাট্টা-তামাশা করা হচ্ছে, আপনি কী বলবেন?' বিষয়টি এড়িয়ে যাননি অভিনেতা। পালটা জবাবে বলেন, "এই প্রশ্নগুলোই তো গানটিকে হিট করিয়ে দিল। ঈশ্বরের অশেষ কৃপা।" তবে বরুণ ধাওয়ান রসিকতাচ্ছলে উত্তর দিলেও বিষয়টি নিয়ে গর্জে উঠলেন 'বর্ডার ২' প্রযোজক।

বলিউডে কানাঘুষো, টাকা দিয়ে ইচ্ছাকৃতভাবে বরুণের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হচ্ছে। শুধু তাই নয়, 'বর্ডার ২' সিনেমাটিকেও কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। আর সেপ্রসঙ্গেই নিধি দত্তর মন্তব্য, "সেই সব দেশদ্রোহীদের অভিনন্দন, যারা পরমবীর চক্র পদকপ্রাপ্ত জওয়ানের চরিত্রে অভিনয় করা একজন অভিনেতাকে (বরুণ ধাওয়ান) হেয় করার জন্য টাকা খরচ করছেন।" এরপরই দেশবাসীর উদ্দেশে জেপি দত্তকন্যার সংযোজন, "এই সিনেমাটা সমগ্র ভারতবাসীর। আশা করি, ওই দেশদ্রোহীগুলিকে খুঁজে বের করে লোকেরা উচিত শিক্ষা দেবে।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • একাংশের দাবি, বরুণ ধাওয়ান অভিনয়ই পারেন না।
  • আরেকাংশ আবার, অভিনেতার শারীরিক গড়ন নিয়ে ব্যঙ্গ করে বলছেন, এমন স্থূলকায় চেহারার জওয়ান একেবারে বেমানান!
  • বরুণ ধাওয়ান রসিকতাচ্ছলে উত্তর দিলেও বিষয়টি নিয়ে গর্জে উঠলেন 'বর্ডার ২' প্রযোজক।
Advertisement