সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের হাইপ্রোফাইল পার্টি হোক কিংবা আম্বানিদের পারিবারিক অনুষ্ঠান, এযাবৎকাল বেদাঙ্গ রায়না আর খুশি কাপুরকে সর্বত্র একসঙ্গে দেখা যেত। বন্ধুদের নৈশজলসা ছাড়াও বিটাউনের ইতি-উতি পাপারাজ্জিদের লেন্সবন্দি হয়েছেন যুগলে। তবে এবার নাকি তাঁদের ২ বছরের সম্পর্কে যতিচিহ্ন পড়়েছে!
দিন কয়েক আগে খুশি-জাহ্নবীদের ক্রিসমাস পার্টিতেও যোগ দিয়েছিলেন বেদাঙ্গ রায়না। কিন্তু আচমকাই কী হল, যার জন্যে সম্পর্ক ইতি টানতে হল খুশি-বেদাঙ্গকে? তারকাযুগলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, খুব সম্প্রতি খুশি-বেদাঙ্গের ব্রেকআপ হয়েছে। তাঁর দাবি, "খুশি আর বেদাঙ্গকে এখন আর জুটি বলা যায় না। ওদের সম্পর্কটা আর নেই।" কিন্তু ঠিক কোন কারণে সম্পর্ক ভাঙল, সেটা ঘনিষ্ঠমহলের কাছেও ফাঁস করেননি দু'জন। তবে উল্লেখ্য, শ্রীদেবীকন্যা কিন্তু এখনও ইনস্টাগ্রামে বেদাঙ্গ রায়নাকে অনুসরণ করছেন। অভিনেতাও তাই। আসলে বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল তাঁদের প্রেমের আখ্যান। তাই হয়তো প্রেমের সম্পর্ক ঘুচে গেলেও বন্ধুত্বে ইতি টানতে চাননি তাঁরা।
২০২৩ সালে জোয়া আখতারের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন খুশি কাপুর। জনপ্রিয় ‘আর্চি’ কমিক্স অবলম্বনে তৈরি নেটফ্লিক্স অরিজিনাল ছবি ‘দ্য আর্চিজ’ দিয়েই ডেবিউ হয়েছে শ্রীদেবীকন্যার। ছবিতে খুশির পাশাপাশি ছিলেন বেদাঙ্গ রায়নাও। শোনা যায়, এই ছবির শুটিংয়ের সময় থেকেই বেদাঙ্গ ও খুশির প্রেমের শুরু। এমনকী, শুটিংয়ের ফাঁকে মুম্বইয়ের ইতি-উতি দেখা যেত খুশি ও বেদাঙ্গকে। খুশির হাতে আপাতত তেমন কোনও ছবি নেই। তবে বেদাঙ্গ কিন্তু করণ জোহরের হাত ধরে আলিয়া ভাটের বিপরীতে 'জিগরা' ছবিতে অভিনয় করে ফেলেছেন।
