shono
Advertisement
Aamir Khan

'নিজের রক্তের সঙ্গেও লড়ব!' ভাই ফয়জলের আনা 'অবৈধ সন্তান, পরকীয়া'র অভিযোগে আক্ষেপ আমিরের

Faizal Khan: সিনেমা নয়, বাস্তবেই ভাইয়ের সঙ্গে কোন্দলে জড়িয়েছেন আমির খান! কী বললেন?
Published By: Sandipta BhanjaPosted: 05:20 PM Jan 08, 2026Updated: 05:34 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাসখানেক ধরে চর্চার শিরোনামে ফয়জল খান। সিনেইন্ডাস্ট্রিতে যদিও আমির খানের ভাই বলেই তিনি পরিচিত, তবে বছরখানেক ধরে সংবাদমাধ্যমের কাছে সুপারস্টার দাদার বিরুদ্ধে একাধিকবার বিষোদগার করেছেন ফয়জল। এবার ফের প্রকাশ্যে দুই ভাইয়ের কোন্দল! আমিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলিউডের 'প্রাক্তন' অভিনেতা। কখনও পরিবারের বিরুদ্ধে মানসিক অত্যাচারের অভিযোগ এনেছেন ফয়জল, তো কখনও বা আবার আমিরের বিবাহবহির্ভূত সম্পর্ক এবং অবৈধ সন্তানের দাবি করেছেন। যদিও সেসময়ে চুপ ছিলেন 'মিস্টার পারফেকশনিস্ট', তবে এবার ভাইকে নিয়ে প্রথমবার মুখ খুললেন।

Advertisement

ফয়জল দাবি করেছিলেন, 'স্কিৎজোফ্রেনিয়া'র রোগি, মানসিক 'ভারসাম্যহীন' আখ্যা দিয়ে দাদা আমির খান একবছর তাঁকে ঘরবন্দি করে রাখেন। সেসময়ে কেড়ে নেওয়া হয়েছিল তাঁর মোবাইল। বাড়ির বাইরে পা রাখার অনুমতিও ছিল না ফয়জলের! ঘরের বাইরে সবসময়ে দেহরক্ষীরা থাকত এবং নানারকমের ওষুধ খাওয়ানো হত তাঁকে। সত্যিই কি আমির তাঁর ভাইয়ের উপর এহেন অত্যাচার করেছেন? ফয়জলের বিস্ফোরক অভিযোগে এই প্রথমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন বলিউড অভিনেতা। আমিরের মন্তব্য, "কী আর করা যাবে? এটা আমার ভাগ্য। আমাকে মেনে নিতে হবে। কারণ আপনি গোটা দুনিয়ার সঙ্গে লড়াই করতে পারলেও নিজের পরিবারের সদস্যের সঙ্গে কীভাবে লড়বেন?"

গত আগস্ট মাসে সাংবাদিক বৈঠক করে নিজের পরিবারের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করার কথা ঘোষণা করেন ফয়জল খান। সেসময়েই পালটা বিবৃতি জারি করে আমিরের পরিবারের তরফে জানানো হয়, "ফয়জলের দাবি ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং ভীষণ কষ্টদায়ক। মা জিনত তাহির হুসেন, বোন নিখাত হেগড়ে ও ভাই আমির খানের সম্পর্কে যে বিভ্রান্তিকর মন্তব্য করেছেন ফয়জল, তা ভীষণ দুঃখজনক এবং বেদনাদায়ক। এই প্রথমবার নয়, এর আগেও তিনি ঘটনাগুলোকে ভুলভাবে উপস্থাপন করেছেন। তাই আমরা স্পষ্ট করে দিতে চাই যে, ফয়জলকে নিয়ে প্রতিটি সিদ্ধান্ত পরিবারের সম্মিলিত মত ও একাধিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই নেওয়া হয়েছিল। এবং সেটাও তাঁর মানসিক সুস্থতার স্বার্থেই। আর ঠিক সেই কারণেই আমরা এযাবৎকাল ওই বেদনাদায়ক অধ্যায়ের কথা বিশদে প্রকাশ্যে আনিনি।" পাশাপাশি ওই বিবৃতিতেই পরিবারের তরফে অনুরোধ করা হয়েছিল যে, কেউ যেন খান পরিবারের অন্দরমহলের এই বিষয়টিকে মশলা মাখিয়ে চটকদার ‘গসিপে’ পরিণত না করেন। সেই বিবৃতিতে সই ছিল- রিনা দত্ত, জুনেইদ খান, ইরা খান, ফরহাত দত্ত, রাজিব দত্ত, কিরণ রাও, সন্তোষ হেগড়ে, সহের হেগড়ে, মনসুর খান, নুজহাত খান, ইমরান খান-সহ গোটা পরিবারের সদস্যদের। এবার ভাইয়ের বিষোদগার নিয়ে মুখ খুললেন আমির খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমিরের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ এনে ক্ষোভ উগরে দিয়েছিলেন বলিউডের 'প্রাক্তন' অভিনেতা ফয়জল খান।
  • ফয়জলের বিস্ফোরক অভিযোগে এই প্রথমবার সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন আমির।
  • আমিরের মন্তব্য, ঠনিজের পরিবারের সদস্যের সঙ্গে কীভাবে লড়ব?"
Advertisement