shono
Advertisement
Emraan Hashmi

'মনে হচ্ছে আমিই মাদক পাচারকারী', বিমানবন্দরের ভয়ংকর অভিজ্ঞতা জানালেন ইমরান

হঠাৎ কোন অভিজ্ঞতার কথা ভাগ করলেন ইমরান?
Published By: Arani BhattacharyaPosted: 07:29 PM Jan 08, 2026Updated: 07:29 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইমরান হাসমি, বলিউডের জনপ্রিয় অভিনেতাকে রোম্যান্টিসিজমের রাজা বলেই একটা সময় অবধি মনে করতেন সকলে। কিন্তু সেই ভুল অভিনেতা রীতিমতো ভেঙে দিয়েছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করে মন জয় করে নিয়েছেন দর্শকের। এবার। পরিচালক নীরজ পাণ্ডের নতুন সিরিজ 'তস্কারি: দ্য স্মাগলারস ওয়েব'-এ অভিনয় করেছেন ইমরান হাসমি। এই সিরিজে ইমরানকে দেখা যাবে একজন শুল্ক দফতরের আধিকারিকের চরিত্রে। পর্দায় যিনি এই চরিত্রে অভিনয় করছেন সেই ইমরানকে কখনও বিমানবন্দরে অভিবাসন বিভাগে বহুবার আটকে দেওয়া হয়েছে। কিন্তু কী কারণ ছিল এর নেপথ্যে তা তাঁর নতুন সিরিজের প্রচারে এসেই খোলসা করেন অভিনেতা।

Advertisement

সিরিজের প্রচারমূলক এক অনুষ্ঠানে ইমরানকে প্রশ্ন করা হয়, তাঁকে কি বিমানবন্দরে কখনও 'গ্রিন চ্যানেল' পার হওয়ার সময় কোনও প্রশ্নের মুখে পড়তে হয়েছে ? শুল্ক বিভাগের কোনও কর্মী কি তাঁকে কখনও আটকেছেন? এই প্রশ্নের উত্তরে ইমরান বলেন, "না আমার সঙ্গে এরকম কখনও হয়নি। প্রতিবার বিমানবন্দরে আমার সঙ্গে তাঁরা প্রত্যেকেই খুব ভালো ব্যবহার করেছেন। তাঁরা প্রত্যেকেই অত্যন্ত ভালো মানুষ। তাঁদের দেখে এই ভীত হওয়ার বিষয়টা একেবারেই যুক্তিসঙ্গত নয় বলেই আমার মনে হয়। তবে বিষয়টা খানিকটা ওই ভালো গাড়ি চালাতে জেনেও একজন আরটিও অফিসারকে দেখলে যেমন মনের মধ্যে ভয় কাজ করতে থাকে তেমনই। তবে ভয় না পেলেও আমার মনে হয় যেন ব্যাগে একশো কেজি অবৈধ জিনিস নিয়ে যাত্রা করছি। তা যদি ব্যাগে শুধু জামাকাপড়ও থাকে তাতেও একই মনে হয়। তখন নিজেকেই যেন মাদক পাচারকারী মনে হত।"

তবে একইসঙ্গে ইমরান বলেন, ২০০০ সাল নাগাদ যখন তাঁর কেরিয়ার সবে শুরু হচ্ছে সেইসময় তাঁকে অভিবাসন চেক পয়েন্টে আটকানো হয়েছে অনেকবার। কিন্তু কেন? ইমরান বলেন, "আমার মনে হয় আমার কানের দুল দেখে বা সেইসময় আমাকে যেমনটা দেখতে ছিল তাতেই হয়তো আমার সঙ্গে এমনটা হত। পরে যদিও সময়ের সঙ্গে সঙ্গে সেই সব কিছুই কমেছে। এখন পরিবারের সঙ্গেই ছুটি কাটাতে যাই। তা থেকে মনে হয় তখন একা যেতাম বলেও হয়তো অভিবাসন চেক পয়েন্টে আমাকে আটকানো হত।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নীরজ পাণ্ডের নতুন সিরিজ 'তস্কারি: দ্য স্মাগলারস ওয়েব'-এ অভিনয় করেছেন ইমরান হাসমি।
  • এই সিরিজে ইমরানকে দেখা যাবে একজন শুল্ক দফতরের আধিকারিকের চরিত্রে।
  • ইমরান বলেন, ২০০০ সাল নাগাদ যখন তাঁর কেরিয়ার সবে শুরু হচ্ছে সেইসময় তাঁকে অভিবাসন চেক পয়েন্টে আটকানো হয়েছে অনেকবার।
Advertisement