সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর-পূর্ব ভারতের বাসিন্দাদের যেমন 'চিঙ্কি', 'চাইনিজ' কিংবা 'মোমো' বলে ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়, এবার মুম্বইয়ে তেমনই বর্ণবৈষম্যের শিকার দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ (Keerthy Suresh)। সদ্য 'বেবি জন' (Baby John) সিনেমা দিয়ে বলিউডে পা রেখেছেন তিনি। 'পুষ্পা ২'র গুঁতোয় সেই ছবি বক্স অফিসে খুব একটা ব্যবসা করতে না পারলেও বরুণ ধাওয়ানের (Varun Dhawan) নায়িকা হিসেবে মন কেড়েছেন দক্ষিণী সুন্দরী। আর তাঁকেই কিনা জনসমক্ষে এক পাপারাজ্জি 'ধোসা' বলে সম্বোধন করলেন! ছেড়ে কথা বলেননি তিনিও। পালটা পাঠ পড়ালেন ওই ব্যক্তিকে।
শুক্রবার রাতে মুম্বইয়ের এক রেস্তরাঁর বাইরে ফটোশিকারিদের ক্যামেরায় ধরা দিয়েছিলেন কীর্তি সুরেশ। ছবি তোলার সময়েই জনৈক পাপারাজ্জি দক্ষিণী নায়িকার নজর কাড়তে তাঁকে 'কৃতী ধোসা' বলে ডাক দেন! তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে উচ্চারণ শেখান কীর্তি। বলেন- 'আমার নাম কৃতী না, কীর্তি।' পাশাপাশি দক্ষিণী খাবারের সঙ্গে তাঁর তুলনা করায় হাসিমুখেই অভিনেত্রীর সংযোজন, "আর হ্যাঁ, আমি ধোসা ভালোবাসি।" সদ্য ১২ ডিসেম্বর গোয়াতে ব্যবসায়ী প্রেমিক অ্যান্টনির সঙ্গে দক্ষিণী রীতিতে বিয়ে করেছেন কীর্তি সুরেশ। তার পরেই 'বেবি জন' দিয়ে বলিউড ডেবিউ। তবে বক্স অফিসে সেই ছবি ম্যাজিক না দেখালেও নবাগতাকে স্বাগত জানিয়েছেন হিন্দি সিনেইন্ডাস্ট্রির দর্শকরা।
জানা গিয়েছে, অভিনয় থেকে নৃত্য, দুটোতেই পারদর্শী কীর্তি সুরেশ। কীর্তির বাবা জি সুরেশকুমার দক্ষিণী ফিল্মজগতের প্রযোজকদের মধ্যে অন্যতম। সুরেশকুমারের সহপাঠী ছিলেন দক্ষিণী পরিচালক প্রিয়দর্শন এবং মালয়ালম অভিনেতা মোহনলাল। কীর্তির মা-ও অভিনয়ের সঙ্গে যুক্ত। প্রায় শতাধিক ছবিতে অভিনয় করে ফেলেছেন। শিশু শিল্পী হিসেবেই কাজ করা শুরু করেন তিনি। এবার তাঁর বলিউড অভিষেক।