shono
Advertisement
Badshah

'যুবককে দেখে মুরগিও লজ্জা পাচ্ছিল', ইসকনের নিরামিষ রেস্তরাঁয় মাংস ভক্ষণ কাণ্ডে ক্ষুব্ধ বাদশা

ওই যুবক ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলেই ফুঁসছে নেটিজেনরা।
Published By: Sayani SenPosted: 09:41 PM Jul 20, 2025Updated: 09:42 PM Jul 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লন্ডনে ইসকনের নিরামিষ রেস্তরাঁয় মাংস ভক্ষণ নিয়ে তুঙ্গে বিতর্ক। এভাবে ওই যুবক ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলেই ফুঁসছে নেটিজেনরা। এবার এই ইস্যুতে সুর চড়ালেন ব়্যাপার বাদশা।

Advertisement

X হ্যান্ডেলে বাদশা লেখেন, "ওই মুরগির মাংসটারও হয়তো লজ্জা লাগছিল। আসলে ভাইয়ের মাংস খাওয়ার ইচ্ছা হয়নি। জুতোপেটা খাওয়ার ইচ্ছে ছিল। আপনি যা বোঝেন না, সেটাকে সম্মান জানানোর মধ্যেই শক্তির প্রকাশ পায়।" বাদশাকে সমর্থন করে ওই যুবকের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, এক আফ্রিকান ব্রিটিশ যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে লন্ডনের ইসকনের নিরামিশ রেস্তরাঁর ভিতর প্রবেশ করছেন। এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন, রেস্তরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কি না? উত্তরে ওই কর্মচারী ‘না’ বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখানে থেকে ‘ফ্রায়েড চিকেন’ খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা। কিন্তু তিনি কারও কথাই শুনতে নারাজ।

প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তরাঁ। যার পোশাকি নাম হল ‘গোবিন্দ’। রেস্তরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়। পেঁয়াজ এবং রসুনও সেখানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তরাঁর নিয়মভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাঁদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও জানা যায়নি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • লন্ডনে ইসকনের মন্দির মাংস ভক্ষণ নিয়ে তুঙ্গে বিতর্ক।
  • এভাবে ওই যুবক ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন বলেই ফুঁসছে নেটিজেনরা।
  • এবার এই ইস্যুতে সুর চড়ালেন ব়্যাপার বাদশা।
Advertisement