সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এসআইআরের শুনানিতে এবার ডাক পেলেন বিশিষ্ট কবি জয় গোস্বামী। যা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে কবির পরিবার। পাশে দাঁড়িয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি কমিশনের তরফে জয় গোস্বামীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, বেশ কিছুদিন হল এনুমারেশন ফর্ম জমা দেওয়ার পর্ব শেষ হয়েছে। এখন চলছে এসআইআরের শুনানি পর্ব। এই পরিস্থিতিতে বিখ্যাত কবি ডাক পাওয়ায় তাঁর কন্যা দেবত্রী গোস্বামী হেনস্তার অভিযোগ এনেছেন। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি কমিশনের তরফে জয় গোস্বামীর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। গোটা বিষয়টাই খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কবি ও তাঁর পরিবারের সকলের এনুমারেশন ফর্ম জমা পড়েছিল যথাসময়ে। ছিল খসড়া ভোটার তালিকায় নামও। রয়েছে ২০০২ সালের ভোটার তালিকাতেও নাম। কিন্তু তারপরও শুনানিতে ডাক পেতে কবির পরিবার কেন এই হেনস্তা সেই প্রশ্নও তুলেছে।
তার পরিবারের তরফে আরও প্রশ্ন, জয় গোস্বামীর জন্ম কলকাতার শিশুমঙ্গল হাসপাতালে। তাঁর বেড়ে ওঠা রাণাঘাটে মামারবাড়ি ডোভার লেনে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনেও তিনি ভোট দিয়েছেন। এসবের পরেও কেন তাঁকে শুনানিতে ডাকা হল? এই মুহূর্তে অসুস্থ কবি জয় গোস্বামী। এই অবস্থায় শুনানিতে তাঁকে ডাকা মানে হেনস্তা করাই এমনটা বলে রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে পরিবার। কমিশনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়ায় ঠিক কী কী প্রয়জনীয় পদক্ষেপ নেওয়া হয় সেদিকেই তাকিয়ে সকলে।
