বাঙালির প্রেম দিবসেই বিয়ের সানাই বসেছে অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর। সরস্বতী পুজোর দিনেই বিয়ের পিঁড়িতে বসলেন অভিনেত্রী। ছোটবেলার বন্ধুর সঙ্গে এদিন সাত পাকে বাঁধা পড়েন মধুমিতা। লাল বেনারসি, গা ভর্তি সোনার গয়নায় সেজেছিলেন পর্দার 'পাখি'। তাঁর ও দেবমাল্যর সাজগোজ থেকে বিয়ের আসর সবেতেই ছিল বাঙালিয়ানার ছোঁয়া। অভিনেত্রীর বিয়ের মেনুও ছিল রাজকীয়। কী কী ছিল এদিন মধুমিতার বিয়ের মেনুতে?
দেবমাল্য-মধুমিতার বিয়ের মেনুতে ছিল মূলত মোগলাই খানার আয়োজন। সঙ্গে ছিল আরও অন্যান্য পদ। স্টার্টারে ছিল রেশমি কাবাব থেকে হরিয়ালি কাবাবের মতো নানা পদ। মেনকোর্সে ছিল বাটার নান, ভেটকি ফিশ ফ্রাই থেকে মাটন বিরিয়ানি, মাংস, পনির। শেষ পাতে ছিল নানারকমের মিষ্টি, বেনারসি পান। অর্থাৎ সব মিলিয়ে টলি অভিনেত্রীর বিয়ের যে এক কথায় 'মধুরেণ সমাপয়েত' হয়েছে সে কথা বলাই বাহুল্য।
ছবি শোষাল মিডিয়া
শুক্রবার, পরিবার, আত্মীয় ও টলিপাড়ার ঘনিষ্ঠজনেদের উপস্থিতিতে বিয়ে সারেন মধুমিতা। এদিন লাল বেনারসি, সোনার গয়না, চন্দন, লাল চেলিতে কনের সাজে মধুমিতা হয়ে উঠেছিলেন যেন অপরূপা। পর্দায় এর আগে বহুবার বিয়ের পিঁড়িতে বসলেও বাস্তব জীবনের এই নতুন ইনিংস যে অভিনেত্রী যারপরনাই উপভোগ করেছেন সে কথা বলাই বাহুল্য। অন্যদিকে এদিন অফ হোয়াইট ধুতি-পাঞ্জাবীতে দেবমাল্যকেও বর বেশে লাগছিল বেশ। মধুমিতার দ্বিতীয় দাম্পত্য ইনিংসের জন্য উচ্ছ্বসিত তাঁর অনুরাগীরাও। কারণ অতীতের বিচ্ছেদ যন্ত্রণা কাটিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তাঁদের প্রিয় দুষ্টু-মিষ্টি অভিনেত্রী। তাই পর্দার 'পাখি'কে শুভেচ্ছা জানাতে ভোলেননি তাঁরা।
