shono
Advertisement
Sandipta Sen

'তোমাকে পেয়ে আমি গর্বিত', জন্মদিনে স্বামী সৌম্যকে ভালোবাসায় ভরালেন সন্দীপ্তা, কীভাবে সেলিব্রেশন?

জন্মদিনে সৌম্যকে শুভেচ্ছা সন্দীপ্তার।
Published By: Arani BhattacharyaPosted: 04:24 PM Nov 12, 2025Updated: 04:24 PM Nov 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টলিপাড়ার জনপ্রিয় দম্পতি তাঁরা। কথা হচ্ছে অভিনেত্রী সন্দীপ্তা সেন ও তাঁর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের। দু'জনেই জড়িয়ে রয়েছেন বিনোদুনিয়ার সঙ্গে। বুধবার, স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে আদুরে পোস্ট করলেন অভিনেত্রী।

Advertisement

এদিন সৌম্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করে সেই পোস্টে সন্দীপ্তা। সঙ্গে লেখেন, 'শুভ জন্মদিন সৌম্য। আমার ভালোবাসা, আমার পার্টনার, আমার সারাজীবনের সঙ্গী। তোমার মতো এত সৎ, যত্নবান একজন মানুষকে জীবনে পেয়ে আমি ভীষণ গর্বিত। পৃথিবীর সব ভালো তোমার হোক। আরও উন্নতি কর জীবনে।' সঙ্গে জুড়েছেন পাহাড়ে তাঁদের দু'জনের তোলা একগুচ্ছ ছবি। সন্দীপ্তার সেই পোস্টে সৌম্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরা। শুভেচ্ছা জানিয়েছেন টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীরাও।

 

সৌম্য-সন্দীপ্তা দু'জনেরই পায়ের তলায় সরষে। কাজের ফাঁকে সময় পেলেই দু'জনে চলে যান বেড়াতে। অ্যাডভেঞ্চারপ্রেমী সন্দীপ্তা স্বামী সৌম্যর সঙ্গে বিভিন্ন জায়গায়, বিশেষত পাহাড়ে বহু সফর সেরেছেন। তাঁর সোশাল মিডিয়ায় চোখ রাখলেই তার আভাস মেলে। এই মুহূর্তে মুম্বইতে নতুন হিন্দি ধারাবাহিক 'সম্পূর্ণা'র শুটিং নিয়ে ব্যস্ত সন্দীপ্তা। টলিপাড়ার গণ্ডি পেরিয়ে হিন্দিতে চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। তবে তার মাঝেই ব্যক্তিগত জীবনকে উপভোগ করার কোনও সুযোগ ছাড়ছেন না তিনি। গত ৮ সেপ্টেম্বর থেকে সন্দীপ্তার প্রথম হিন্দি ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়েছে। এই নিয়ে কিছুটা নস্ট্যালজিক হয়েই সন্দীপ্তা বলেছিলেন, '২০০৮ সালে আমার প্রথম ধারাবাহিক দুর্গার পথচলাও শুরু হয়েছিল একই দিনে।' মিট্টি চরিত্রে তাঁকে নতুনভাবে পাচ্ছেন দর্শক।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এদিন সৌম্যকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি পোস্ট করে সেই পোস্টে সন্দীপ্তা।
  • সঙ্গে লেখেন, 'শুভ জন্মদিন সৌম্য। আমার ভালোবাসা, আমার পার্টনার, আমার সারাজীবনের সঙ্গী।'
  • 'তোমার মতো এত সৎ, যত্নবান একজন মানুষকে জীবনে পেয়ে আমি ভীষণ গর্বিত।'
Advertisement