সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের জন্মদিনটা খানিক অন্যরকম কাটল ছোটপর্দার অভিনেত্রী আরাত্রিকা মাইতির (Aratrika Maity)। এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় 'উজি' চরিত্রে দেখতে পাচ্ছেন দর্শক। 'জোয়ার ভাঁটা' ধারাবাহিকে তাঁর অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। একইসঙ্গে এই ধারাবাহিকের টিম হয়ে উঠেছে বরাবরের মতোই তাঁর দ্বিতীয় পরিবার। সারাদিন শুটিং ফ্লোরেই যাপন সকলের সঙ্গে। আর সেই টিমের সঙ্গেই মন্দারমণির উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন আরাত্রিকা। আর সেই যাত্রাপথে বাসেই হঠাৎ টিমের সকলে মাতলেন তাঁর জন্মদিন পালনে।
অভিনেত্রীর জন্মদিন ছিল ১৩ ডিসেম্বর। সেই দিন মন্দারমণি যাওয়ার পথে কোলাঘাটে ও তার আগে বাসে অভিনেত্রীর জন্মদিন পালন করেছে ধারাবাহিকের টিম। রবিবার সেই সেলিব্রেশনের ছবি নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে ভাগ করে নিয়েছেন আরাত্রিকা। ধন্যবাদ জানিয়েছেন গোটা টিমকে। ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, '১৩ ডিসেম্বর, ২০২৫। ২০২৫ সালের এই জন্মদিনটা একটু অন্যরকম, একটা উজ্জ্বল মুহূর্ত।'
আরাত্রিকা আরও লেখেন, 'প্রতি বছর বাবা, মা পালন করে, এ বছরও করেছে । কিন্তু এবারের জন্মদিন মন্দারমণি যাত্রাপথে বাসের মধ্যে ঠিক রাত ১২ টায়, এবং কোলাঘাটে পালন করলো 'জোয়ার ভাটা'র পুরো টিম। আমি আপ্লুত যে সুশান্ত দা, বাবুদা,মানস দা সহ প্রযোজনা সংস্থার পুরো ইউনিট যেভাবে আমাকে এত সুন্দর একটা দিন উপহার দিয়েছে তার জন্য কৃতজ্ঞতা জানাবার ধৃষ্টতা নেই, আমি ব্লেসড।'
