shono
Advertisement
Bhumi Pednekar

'বোটক্স', 'ফিলার্স' নিয়ে এত আলোচনা কেন? ব্যক্তি স্বাধীনতায় জোর দিলেন ভূমি

কী বললেন ভূমি?
Published By: Arani BhattacharyaPosted: 03:02 PM Jul 29, 2025Updated: 03:39 PM Jul 29, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জিতে নিয়েছেন ইতিমধ্যেই অভিনেত্রী ভূমি পেড়নেকর। তবে অভিনয়ের মাধ্যমে অনুরাগীদের মনে ঠিক যতটা দাগ তিনি কেটেছেন বা চর্চায় এসেছেন তার দ্বিগুণ চর্চা হয়েছে ভূমিকে নিয়ে ঠোঁটে কাঁচি চালানোর পর। এবার সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

ঠোঁটে, মুখে ও চেহারায় নানা অস্ত্রোপচার করে আমূলচেহারা বদলে ফেলা নিয়ে নানা আলোচনার মাঝে ভূমি বলেন, "আমরা এমন একটা সময়ে বাস করছই যেখানে প্রত্যেকে নিজেকে সুন্দর দেখানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন। এই নিয়ে এত কথা কেন হয় আমি ঠিক বুঝতে পারি না। বড্ড বেশিই এই নিয়ে অপ্রয়োজনীয় আলোচনা হচ্ছে।" উল্লেখ্য, সিরিজ ‘দ্য রয়্যালস’ মুক্তি পাওয়ার পর ভূমির কাজের থেকে ঠোঁট নিয়ে বেশি আলোচনা হয়েছিল। সেই নিয়ে বেশ বিরক্ত হয়েছিলেন ভূমি। এই সিরিজে ঈশান খট্টরের অভিনয় দর্শকের মন ছুঁতে পারলেও ভূমির অভিনয় একেবারেই প্রশংসা পায়নি।

একইসঙ্গে ভূমিকে তাঁর ডায়েট প্ল্যান নিয়ে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন, "আমার প্রতিদিনের ডায়েটে অবশ্যই ঘি থাকবে। তবে আমি ঘি দিয়ে রান্না করা খাবার খাই না বরং খাবারের সঙ্গে কয়েক চামচ ঘি যোগ করি। রুটি, ইডলি বা যেকোনও খাবারের সঙ্গেই যদি ঘি খাওয়া যায় তাহলে তা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভূমি বলেন, "আমরা এমন একটা সময়ে বাস করছই যেখানে প্রত্যেকে নিজেকে সুন্দর দেখানোর জন্য সিদ্ধান্ত নিতে পারেন।
Advertisement