shono
Advertisement

চেহারায় হুবহু মিল! স্মিতা পাতিলের বায়োপিকে চিত্রাঙ্গদা সিং? জানালেন সলমনের নায়িকা

বায়োপিকে অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
Published By: Sandipta BhanjaPosted: 03:16 PM Jan 07, 2026Updated: 07:32 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'ব্যাটেল অফ গালওয়ান'-এ তিনি সলমন খানের নায়িকা। ছবির পয়লা ঝলকে যদিও তাঁকে দেখা যায়নি, তবে বিগবাজেট এই সিনেমার সুবাদে বর্তমানে লাইমলাইটে চিত্রাঙ্গদা সিং। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে নায়িকা যে বেশ সচেতন, সেটা তাঁর 'ফিল্মোগ্রাফ'ই বলে দেয়। আদ্যোপান্ত কমার্শিয়াল ধারার ছবিতে যেমন অভিনয় করেছেন, তেমনই চিত্রাঙ্গদাকে (Chitrangda Singh) দেখা গিয়েছে ভিন্ন স্বাদের সিনেমায়। এবার বায়োপিকে অভিনয় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

বিগত কয়েক বছর ধরেই সিনেদুনিয়ায় বায়োপিকের জোয়ার। কখনও রাজনৈতিক ব্যক্তিত্ব, কখনও ক্রীড়াদুনিয়া আবার কখনও বা গ্ল্যামারদুনিয়ার তারকাদের জীবনকাহিনি পর্দায় ফুটে উঠেছে। সেই ট্রেন্ডেই কি এবার গা ভাসাতে চলেছেন চিত্রাঙ্গদা? প্রয়াত অভিনেত্রী স্মিতা পাতিলের (Smita Patil) সঙ্গে তাঁর চেহারার সাযুজ্য রয়েছে। বিশেষে করে মুখের গড়নে মিল খুঁজে পেয়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। একবার তো খোদ স্মিতাপুত্র প্রতীক বব্বর মাতৃদিবসে চিত্রাঙ্গদা সিংয়ের ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা লিখে ফেলেছিলেন। যা নিয়ে কম শোরগোল হয়নি বিনোদুনিয়ায়। সেপ্রসঙ্গ উল্লেখ করেই সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা সিং জানান, "আমি পর্দায় স্মিতাজির চরিত্রে অভিনয় করতে চাই।"

অভিনেত্রীর সংযোজন, "সিনেদুনিয়ায় যদি কারও সঙ্গে বারবার আমার তুলনা টানা হয়, তিনি স্মিতা পাতিল। আমাকে এই কথাটা বহুবার বহু জন বলেছেন, এমনকী ওনার ছেলে প্রতীকও আমাকে এটা বলেছে। আসলে, প্রতীক একবার ভুল করে মাতৃদিবসে আমার ছবি পোস্ট করেছিল। ভেবেছিল ওটা স্মিতাজির ছবি। তারপর কেউ একজন আমাকে ছবিটি পাঠিয়ে বিষয়টি জানান। আমি অবাক হয়ে বলেছিলাম, 'হ্যাঁ, ওটা আমারই ছবি।' এতটা মিল একেবারে অবিশ্বাস্য বিষয়। সুতরাং, আমি যদি কখনও স্মিতা পাতিলের চরিত্রে অভিনয়ের সুযোগ পাই,তাহলে সেটা দারুণ হবে।" এই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার পরই টিনসেল টাউনের একাংশের প্রশ্ন, বলিউডের পরিচালক-প্রযোজকদের কেউ কি ভাবছেন এই বায়োপিকের কথা?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কবার তো খোদ স্মিতাপুত্র প্রতীক বব্বর মাতৃদিবসে চিত্রাঙ্গদা সিংয়ের ছবি পোস্ট করে এক আবেগঘন বার্তা লিখে ফেলেছিলেন।
  • সম্প্রতি এক সাক্ষাৎকারে চিত্রাঙ্গদা সিং জানান, "আমি পর্দায় স্মিতাজির চরিত্রে অভিনয় করতে চাই।"
Advertisement