shono
Advertisement
PM Modi-Dhurandhar

মধ্যপ্রাচ্যে 'ধুরন্ধর' মুক্তি পাক, জট কাটাতে এবার প্রধানমন্ত্রীর দ্বারস্থ বলিউড সংগঠন

প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়ে কী লিখল বলিউড সংসঠন?
Published By: Arani BhattacharyaPosted: 02:30 PM Jan 08, 2026Updated: 05:32 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ডিসেম্বরে মুক্তির পর থেকে দাপিয়ে ব্যবসা করেছে 'ধুরন্ধর' (Dhurandhar)। এই ছবি ব্যবসার নিরিখে ঠিক কতটা এগিয়ে রয়েছে তা বলেছেন বক্সঅফিসই। কিন্তু সারা বিশ্বে দাপিয়ে ব্যবসা করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে রণবীর-অক্ষয়ের এই ছবি। এবার মধ্যপ্রাচ্যে এই ছবি মুক্তির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল 'দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন'র মতো বলিউড সংগঠন। প্রযোজকদের তরফে মধ্যপ্রাচ্যে এই ছবি মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মারফত এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানানো হয়।

Advertisement

মোদিকে (PM Modi) ওই চিঠিতে বলিউড সংগঠন আবেদন জানিয়ে লেখে, 'সংযুক্ত আরব আমিরশাহী, বাহরাইন, কুয়েত, কাতার, ওমানে নিষিদ্ধ হয়েছে 'ধুরন্ধর'। এই পুরো বিষয়টিই একতরফা। এভাবে শিল্পের ক্ষতি হবে। সিনেমার কণ্ঠরোধ হচ্ছে এভাবে। ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পাওয়ার পরই সিনেমাহলে মুক্তি দেওয়া হয়েছে। এই সমস্যার সমাধানের জন্য আমরা আপনার দ্বারস্থ হয়েছি। দয়া করে মধ্যপ্রাচ্যের ওই দেশগুলিতে 'ধুরন্ধর' মুক্তির বিষয়টিতে আপনি হস্তক্ষেপ করুন।'

ওই চিঠিতে আরও লেখা হয়, 'মধ্যপ্রাচ্যের উক্ত দেশগুলির সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখি এবং দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যবসায়িক সূত্রে যোগাযোগ তৈরি হয়। তাই এবার আপনার কাছে এই ছবি নিয়ে আবেদন করছি। ভারতীয় বিনোদুনিয়ার স্বার্থে এটি ভীষণ প্রয়োজন।' বলে রাখা ভালো, বিশ্বব্যাপী ১২০০ কোটির বেশি ব্যবসা করেছে 'ধুরন্ধর'। এর আগে সুপারহিট এই ছবির ডিসট্রিবিউটর পর্ণব কাপাডিয়া জানিয়েছিলেন, মধ্যপ্রাচ্যে মুক্তিপ্রাপ্ত যে কোনও অ্যাকশন ঘরানার ছবি তুমুল সাফল্য পায়। সেক্ষেত্রে ‘ধুরন্ধর’ মধ্যপ্রাচ্যে মুক্তি না পাওয়ায় প্রায় ১০ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ৯০ কোটির ব্যবসা থেকে পিছিয়ে রয়েছে। মধ্যপ্রাচ্যে মুক্ত পেলে অনায়াসে এই ছবি লাভ করতে পারত। এবার এই নিয়ে পদক্ষেপ করল বলিউড সংগঠন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সারা বিশ্বে দাপিয়ে ব্যবসা করলেও মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে রণবীর-অক্ষয়ের এই ছবি।
  • এবার মধ্যপ্রাচ্যে এই ছবি মুক্তির বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হল 'দ্য ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন'র মতো বলিউড সংগঠন।
  • প্রযোজকদের তরফে মধ্যপ্রাচ্যে এই ছবি মুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মারফত এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানানো হয়।
Advertisement