shono
Advertisement
Tahsan Rahaman Khan Divorce

কেন বিয়ের একবছর পেরনোর আগেই তাহসান-রোজার সম্পর্কে ফাটল? মুখ খুললেন তারকা ঘনিষ্ঠরা

২০২৫ সালের ৪ জানুয়ারিতে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান।
Published By: Tiyasha SarkarPosted: 05:20 PM Jan 25, 2026Updated: 05:20 PM Jan 25, 2026

গত কয়েকদিন ধরেই চর্চায় বাংলাদেশের বিখ্যাত শিল্পী তাহসান রহমান খানের ব্যক্তিগত জীবন। তিনি বিচ্ছেদের খবরে সিলমোহর দেওয়ার পর নামের পাশ থেকে স্বামীর পদবি সরিয়েছেন শিল্পীর দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ। কিন্তু অনুরাগীদের সকলের মনেই প্রশ্ন, কেন ভাঙল সাজানো সংসার? তাহসান বা রোজা কেউই এ নিয়ে মুখ খোলেননি। তবে শিল্পীর ঘনিষ্ঠমহলের তরফে জানা গিয়েছে, দু'জনের মতাদর্শ, জীবনধারণা একেবারে আলাদা। ফলে মতানৈক্য চরমে উঠেছিল। যার পরিণতি বিচ্ছেদ।

Advertisement

তাহসান খান। ফাইল ছবি।

ঠিক কী বলছেন তাহসান ঘনিষ্ঠরা? জানা যাচ্ছে, দ্বিতীয় বিবাহের পর জমিয়ে সংসার করতে চেয়েছিলেন তাহসান। সেই কারণেই নাকি গান না গাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। নিজেকে সরিয়ে নিয়েছিলেন সমাজ মাধ্যম থেকেও। ভেবেছিলেন ব্যক্তিগত জীবন উপভোগ করবেন। এদিকে তাহসান ঘরণী হওয়ায় স্বাভাবিকভাবেই রোজা আহমেদের পরিচিতি বেড়েছিল। যা উপভোগ করতে চাইছিলেন তিনি। আর ঠিক এখানেই মতানৈক্যের শুরু। ক্রমশ বাড়ে তাঁদের দূরত্ব। তবে প্রাথমিক পর্যায়ে যে বিষয়টা মেটানোর চেষ্টা হয়নি তা নয়। তবে একটা সময়ের পর বিচ্ছেদের সিদ্ধান্তই চূড়ান্ত করেন দু'জন।

দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ খানের সঙ্গে তাহসান খান। ফাইল ছবি।

প্রসঙ্গত, ২০০৬ সালের ৩ আগস্ট অভিনেত্রী রফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাহসান। স্বপ্নের মতো শুরু হয় সংসার। মিথিলার কোল আলো করে আসে মেয়ে আইরা। তারপরই ভাঙনের শুরু। মেয়ের বয়স ১ বছর পেরনোর আগেই দূরত্ব বাড়ে তাহসান-মিথিলার। আলাদা থাকতে শুরু করেন দু'জনে। ২০১৭ সালে ১১ বছরের দাম্পত্যের আইনি বিচ্ছেদ ঘটে। আচমকা ২০২৫ সালের ৪ জানুয়ারি ফের বিয়ে করেন তাহসান। পাত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। অল্প সময়েই দু'জনের দু'জনকে পছন্দ হয়। এরপরই একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। তবে একবছর পেরনোর আগেই সম্পর্কে ফাটল ধরে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement