shono
Advertisement

'মাধুরী দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী', এবার কংগ্রেস বিধায়কের মন্তব্যে জোর বিতর্ক

মাধুরীর সময় শেষ হয়ে গিয়েছে বলেও দাবি কংগ্রেস নেতার।
Published By: Sayani SenPosted: 08:12 PM Mar 13, 2025Updated: 08:12 PM Mar 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রোহিত শর্মার পর এবার কংগ্রেস নেতার নিশানায় মাধুরী দীক্ষিত। জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক টিকারাম জুলি। অভিনেত্রীকে 'দ্বিতীয় শ্রেণি'র বলে দাগিয়ে দিলেন তিনি। মাধুরীর সময় শেষ হয়ে গিয়েছে বলেও দাবি তাঁর।

Advertisement

বৃহস্পতিবার রাজস্থান বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলছিল। সম্প্রতি জয়পুরে আয়োজিত IIFA নিয়ে আলোচনা হচ্ছিল। কংগ্রেস বিধায়ক দাবি করেন, "IIFA-এ আয়োজনে ১০০ কোটি টাকা ব্যয় হয়েছে। হোর্ডিংয়ে আইআইএফএ-র প্রোমোশন করা হয়েছে। কিন্তু কোনওভাবেই রাজস্থানের কথা সেভাবে উল্লেখ করা হয়নি। IIFA-এ থেকে কী পেল রাজস্থান? যে তারকারা এই অনুষ্ঠানে অংশ নিলেন তাঁরা রাজস্থানের কোথাও যাননি।" কংগ্রেস বিধায়কের আরও সংযোজন, "শাহরুখ খান ছাড়া প্রথম সারির কোনও তারকা অনুষ্ঠানে যোগও দেননি। বাকিরা সকলেই দ্বিতীয় শ্রেণির।"

জুলির মন্তব্যের প্রতিবাদে সরব হন উপস্থিত বিরোধীরা। এরপর জুলি বলেন, "মাধুরী দীক্ষিত দ্বিতীয় শ্রেণির অভিনেত্রী। 'দিল', 'বেটা'র সময় তাঁর নাম শোনা গিয়েছিল। মাধুরীর সময় শেষ হয়ে গিয়েছে।" মাধুরী দীক্ষিতের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার নেই কিছুই। তাই স্বাভাবিকভাবে কংগ্রেস নেতার মন্তব্যে উঠেছে বিতর্কের ঝড়। তাঁর মন্তব্যের বিরোধিতায় সরব বিজেপি। গেরুয়া শিবিরের বিধায়ক বলমুকুন্দ আচার্য বলেন, "বিশ্বের মেগাসিটিগুলিতে সাধারণ IIFA-এর মতো অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার ফলে পর্যটনে জোয়ার আসার আশায় এমন অনুষ্ঠানের আয়োজন।" উল্লেখ্য, দিনকয়েক আগে এক কংগ্রেস মুখপাত্র শামা মহম্মদ রোহিত শর্মার চেহারা নিয়ে খোঁচা দেন। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ের পর অভিনন্দনও জানান। তার রেশ কাটতে না কাটতেই এবার মাধুরীকে খোঁচা দিয়ে বিতর্কে কংগ্রেস বিধায়ক।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রোহিত শর্মার পর এবার কংগ্রেস নেতার নিশানায় মাধুরী দীক্ষিত।
  • জনপ্রিয় বলিউড অভিনেত্রীকে নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়ালেন রাজস্থানের কংগ্রেস বিধায়ক টিকারাম জুলি।
  • অভিনেত্রীকে 'দ্বিতীয় শ্রেণি'র বলে দাগিয়ে দিলেন তিনি। মাধুরীর সময় শেষ হয়ে গিয়েছে বলেও দাবি তাঁর।
Advertisement