সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিরছেন 'মর্দানি' রানি মুখোপাধ্যায়। শনিবার যশরাজ ফিল্মস সোশাল মিডিয়ায় প্রকাশ করেছে ছবির প্রথম পোস্টার। জানা যাচ্ছে, মাসের শেষেই মুক্তি পাচ্ছে 'মর্দানি ৩' (Mardaani 3)। অথচ আগে জানা ছিল ২৭ ফেব্রুয়ারি রুপোলি পর্দায় রানির 'দুষ্টের দমন, শিষ্টের পালন' দেখতে পাবেন দর্শকরা। কিন্তু আচমকাই এগিয়ে এল ছবি মুক্তির তারিখ। ফলে রানির অনুরাগীদের মধ্যে খুশির জোয়ার।
দশ বছরেরও বেশি সময় ধরে যশরাজের এই ফ্র্যাঞ্চাইজি দর্শকদের মন জয় করেছে। সেই অর্থে নরম প্রেমের কাহিনির বিপরীতে অ্যাকশন ও থ্রিলারের মোড়কেই এগোয় গল্প। এবার সিরিজের তৃতীয় ছবিতেও মারকাটারি অ্যাকশন দেখতে মুখিয়ে সবাই। পোস্টারে উর্দি পরিহিত রানি বসে রয়েছেন আগ্নেয়াস্ত্র হাতে। তাঁর শরীরী ভাষায় ফুটে বেরচ্ছে অন্যায়ের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্রোধ! নেপথ্যে সারি বেঁধে দাঁড়িয়ে রয়েছে বহু নাবালিকা। তাদের মুখটুকু 'হাইলাইট' করে লেখা 'মিসিং'। যা দেখে মনে করা হচ্ছে সম্ভবত নাবালিকা পাচার রোখাই হবে রানির এবারের অ্যাডভেঞ্চারের মূল উপজীব্য। আগেই রানি বলেছেন এবারের ছবিটি হবে 'অন্ধকার, ভয়ংকর ও নিষ্ঠুর'! ছবির প্রথম পোস্টারও সেদিকেই ইঙ্গিত করছে।
সোশাল মিডিয়ায় পোস্টারটি শেয়ার করে যশরাজের তরফে লেখা হয়েছে 'যতক্ষণ না সবাইকে উদ্ধার করছেন, ততক্ষণ তিনি থামবেন না! রানি মুখোপাধ্যায় নির্ভীক পুলিশ অফিসার শিবানী শিবাজী রায় হিসেবে ফিরে আসছেন'মর্দানি ৩'-তে। ৩০ জানুয়ারি আপনার কাছের প্রেক্ষাগৃহে শুরু হচ্ছে উদ্ধার অভিযান।' ছবিটি পরিচালনা করেছেন অধিরাজ মিনাওয়ালা। প্রযোজক রানির স্বামী আদিত্য চোপড়া। সিরিজের প্রথম ছবিতেও ছিল নারী পাচার। দ্বিতীয় ছবিতে ছিল এক মানসিক ভাবে বিপর্যস্ত যৌন উন্মাদের গল্প। তৃতীয় ছবিতেও প্রথম দু'টির মতোই অন্ধকার জগতের কাহিনি। যা বুঝিয়ে দিচ্ছে 'মর্দানি'র কাহিনি কাঠামো মেনে এবারে রুদ্ধশ্বাস এক অভিযানের গল্পই শোনাবেন পরিচালক।
কিন্তু কেন এগিয়ে এল ছবির মুক্তি? সেই হিসেবে কোনও কারণ না দেখানো হলেও মনে করা হচ্ছে এর পিছনে হয়তো রয়েছে সাবধানতা। মার্চের ১৯ তারিখে মুক্তি পাচ্ছে 'ধুরন্ধর ২' ও 'টক্সিক'। তার সপ্তাহ তিনেক আগে মুক্তি না দিয়ে ছবিটিকে এই মাসেই রিলিজ করার পিছনে হয়তো দীর্ঘ সময় ধরে ব্যবসা করার পরিকল্পনাই কাজ করেছে। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
