shono
Advertisement
Deepika Padukone-Ranveer Singh

রণবীরকে দেখে বিমানবন্দরে 'ধুরন্ধর' স্লোগান! স্বামীকে ঘিরে অনুরাগীদের উচ্ছ্বাসে 'গরবিনী' দীপিকা

দীপিকা যেন আরও একবার টের পেলেন রণবীরের 'ধুরন্ধর' জ্বরে সকলে ঠিক কতটা কাবু।
Published By: Arani BhattacharyaPosted: 12:48 PM Jan 11, 2026Updated: 12:49 PM Jan 11, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ফ্লপের রেকর্ডকে নস্যাৎ করে 'ধুরন্ধর' কামব্যাক ঘটেছে রণবীর সিংয়ের। বিশ্বব্যাপী সেই ছবি 'ধুরন্ধর' যখন ব্যবসার নিরিখে সমস্ত রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ছে ঠিক তখনই অভিনেত্রী-স্ত্রী দীপিকাকে নিয়ে বিদেশে নিউ ইয়ার সেলিব্রেশনে উড়ে গিয়েছিলেন রণবীর। রবিবাসরীয় সকালে ছুটি কাটিয়ে দেশে ফিরলেন তারকাদম্পতি। আর দেশে ফিরে মুম্বইয়ের বিমানবন্দরে পা রেখে দীপিকা যেন আরও একবার টের পেলেন রণবীরের 'ধুরন্ধর' জ্বরে সকলে ঠিক কতটা কাবু।

Advertisement

বিমানবন্দরে ভিড়ের মধ্যে থেকেই পাপারাজ্জিরা এদিন রণবীরকে 'ধুরন্ধর' বলে সম্বোধন করে ওঠেন। যা দেখে রীতিমতো স্বামীর গরবে 'গরবিনী' হন রণবীরঘরনি দীপিকা। হাসির ঝলক খেলে যায় তাঁর মুখে। এদিন মুম্বই বিমানবন্দরে বরাবরের মতোই হাত ধরে, একসঙ্গে বেরয়ে আসতে দেখা যায় দু'জনকে। এমনকি তাঁদের এয়ারপোর্ট লুকও ছিল মারকাটারি। দু'জনেই সেজেছিলেন ব্লু জিনস, কালো লেদার জ্যাকেট ও চোখে ছিল সানগ্লাস।

 

নিউ ইয়ারের এই ছুটির মরশুম বিদেশে নিজেদের মতো কাটাতেই ব্যস্ত ছিলেন তারকাদম্পতি। জমকালো পার্টির বদলে নিজেদের মতো করেই তা উদযাপন করেছেন তাঁরা। অন্যদিকে ষষ্ঠ সপ্তাহে এসে রণবীরের 'ধুরন্ধর'-এর বক্স অফিস কালেকশন ৭৫৬ কোটি টাকা। তবে তা এই সপ্তাহে ৭৭৫ কোটি ছুঁয়ে ফেলবে বলেই আশা করছে সিনে বিশ্লেষকরা। সুতরাং বক্স অফিসে যে চালিয়ে ব্যটিং করছে রণবীরের ছবি তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিমানবন্দরে ভিড়ের মধ্যে থেকেই পাপারাজ্জিরা এদিন রণবীরকে 'ধুরন্ধর' বলে সম্বোধন করে ওঠেন।
  • যা দেখে রীতিমতো স্বামীর গরবে 'গরবিনী' হন রণবীরঘরনি দীপিকা। হাসির ঝলক খেলে যায় তাঁর মুখে।
  • নিউ ইয়ারের এই ছুটির মরশুম বিদেশে নিজেদের মতো কাটাতেই ব্যস্ত ছিলেন তারকাদম্পতি।
Advertisement