গত কয়েকদিনের ধরেই চর্চায় সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। আত্মহত্যার চেষ্টার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে রীতিমতো কাটাছেঁড়া চলছে সোশাল মিডিয়ায়। হাসপাতাল থেকে ফিরেই ফেসবুক লাইভে স্বীকার করে নিলেন তিনি ভুল করেছিলেন। কেন ঘুমের ওষুধ খাওয়ার পর বন্ধু সায়ক চক্রবর্তীকেই ফোন করেছিলেন, নিজের মুখেই তা জানালেন দেবলীনা। গত কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় যে কটাক্ষের শিকার হয়েছেন গায়িকা, তার জবাবও দিলেন তিনি।
বুধবার সকালে ফেসবুক লাইভ করেন সঙ্গীতশিল্পী তথা ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। সেখানেই তিনি ঘটনার দিনের বিবরণ দেন। বলেন, "সকলে প্রশ্ন করছেন কেন সায়ককে মেসেজ করলাম। আমার সঙ্গে মা ছিল, চাইলে মাকেই বলতে পারতাম। কিন্তু আমার ওই পরিস্থিতিতে বলতে চাইনি। আমি জানতাম সায়ক আমার মতোই রাত ৩ টে পর্যন্ত জাগে। সেই কারণেই ওকে মেসেজ করি।" গত কয়েকদিনে সোশাল মিডিয়ায় প্রবলভাবে কটাক্ষের শিকার হন দেবলীনার দিদি শর্মিষ্ঠা। হঠাৎ করে দিদি কোথা থেকে এল, সেই প্রশ্ন তুলেছেন অনেকে। এদিন ব্যাক্তিগত জীবনের সেই তথ্যও ফাঁস করলেন দেবলীনা। তিনি জানান, শর্মিষ্ঠা আদতে তাঁর বাবার প্রথম স্ত্রীর সন্তান। তাঁদের সম্পর্ক অত্যন্ত মধূর। তবে মাঝে কিছুদিন একটু দূরত্ব তৈরি হয়। সেই কারণে ভিডিওতে তাঁকে দেখা যেত না।
মায়ের সঙ্গে দেবলীনা।
সম্প্রতি ২ যুবক ভিডিও করে দাবি করেছিলেন, দেড়বছর ধরে তাঁদের বকেয়া মেটাচ্ছেন না দেবলীনা। যদিও পরবর্তীতে টাকা পেয়েছেন জানিয়েও একটি ভিডিও করেন তাঁরা। এদিন বাড়ি ফিরে তা নিয়ে মুখ খুললেন দেবলীনা। জানালেন, ওই যুবকদের সঙ্গে কোলাব ভিডিও করতেন তিনি। তাই টাকা দেওয়ার কোনও বিষয় ছিল না। তবে বহু উপহার দিয়েছেন তিনি। শেষে দুটি ভিডিওর জন্য টাকা দেওয়ার কথা হয়। কিন্তু সেই প্রজেক্ট শেষ হয়নি। তাই টাকার বিষয় নেই। এখানেই গায়িকার প্রশ্ন, যদি ওদের টাকার দাবি থাকত, ওরা মেসেজ করল না কেন? ফোন করল না কেন? গায়িকা জানান, বছর দেড়েক আগে তিনি হাসপাতালে ভর্তি থাকাকালীন একবার ফোন করেছিলেন। কিন্তু তারপর আর কেউ যোগাযোগ করেনি। তবে বিতর্কের মাঝে ওই ২ যুবককে মোট ৫৩ হাজার টাকা মিটিয়েছেন তিনি। পরিস্থিতি জটিল বুঝেই পরিকল্পনামাফিক তাঁরা একাজ করেছেন বলেও অভিযোগ দেবলীনার। সবশেষে তিনি সাফ জানালেন, এবার নিজেকে ভালোবাসবেন। আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। আগামী ১৫ তারিখের পর পুরনো রূপে মঞ্চে ধরা দেবেন তিনি।
