shono
Advertisement

Breaking News

Debolinaa Nandy

এখনও ট্রমায় দেবলীনা নন্দী, পরিবারকে ভয়ানক কথা জানিয়ে সতর্ক করল হাসপাতাল

কী জানিয়েছেন ডাক্তাররা? মুখ খুললেন দেবলীনার দিদি।
Published By: Sandipta BhanjaPosted: 04:37 PM Jan 07, 2026Updated: 07:47 PM Jan 07, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় হাসিখুশি ফ্রেমের আড়ালে বিষাদগ্রস্ত জীবন! স্বামী প্রবাহর সঙ্গে দাম্পত্যের টানাপোড়েনে মানসিক যন্ত্রণার কাছে নতিস্বীকার করে নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দেবলীনা নন্দী (Debolinaa Nandy)। যদিও ঠিক সময়ে চিকিৎসা হওয়ায় বরাতজোরে প্রাণে বেঁচে গিয়েছেন সঙ্গীতশিল্পী-ইনফ্লুয়েন্সার। তবে তারপর থেকেই নেটভুবনের চর্চায় দেবলীনা। ক্রমাগত কাটাছেঁড়া চলছে তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে। এইমুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তবে সোশাল মিডিয়া ট্রায়ালের বিষয়টি নজর এড়ায়নি তাঁর। অতঃপর মানসিকভাবে আরও বিপর্যস্ত হয়ে পড়েছেন দেবলীনা। এবার হাসপাতাল থেকেই তাঁর শারীরিক পরিস্থিতির কথা জানালেন ইনফ্লুয়েন্সারের দিদি শর্মিষ্ঠা।

Advertisement

দেবলীনা আপাতত বিপন্মুক্ত হলেও তাঁর মানসিক পরিস্থিতি একেবারে ভালো নেই। বুধবার হাসপাতাল থেকে ফেসবুক লাইভে দেবলীনার দিদি জানান, এইমুহূর্তে মারাত্মক ট্রমায় রয়েছেন গায়িকা। অনবরত কেঁদে চলেছেন আর স্বামী প্রবাহর সঙ্গে কথা বলতে চাইছেন। কিন্তু দেবলীনার শারীরিক পরিস্থিতি কিংবা আত্মহননের চেষ্টার কথা জানা সত্ত্বেও শ্বশুরবাড়ির লোকেরা তো দূরঅস্ত প্রবাহ পর্যন্ত একটিবারের জন্যেও স্ত্রীর খোঁজ নেননি। উপরন্তু সোশাল মিডিয়ায় লাগাতার কাঁটাছেড়ার মুখে পড়ে দেবলীনার মানসিক পরিস্থিতি আরও সঙ্গীন হয়ে উঠেছে। কারও সঙ্গে কোনওরকম কথাও বলতে চাইছেন না তিনি। তবে এরপরই শর্মিষ্ঠা যা জানালেন, সেটা আরও বিস্ফোরক!

ওই লাইভে দেবলীনার দিদি জানান, হাসপাতালের চিকিৎসকরা পর্যন্ত দেবলীনাকে নিয়ে ভীষণ উদ্বিগ্ন। কারণ শারীরিকভাবে আগের তুলনায় সুস্থ থাকলেও মানসিকভাবে ভয়ানক ভেঙে পড়েছেন তিনি। যে কারণে ডাক্তাররা পর্যন্ত পরিবারকে সতর্ক করে দিয়েছেন যে, এই ট্রমার জন্যেই দেবলীনা ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন। শর্মিষ্ঠার সংযোজন, "হাসপাতালের বেডে শুয়েই আমাকে জিজ্ঞেস করছে- দিদিভাই, কীভাবে সবথেকে সহজে নিজেকে শেষ করা ফেলা যায়, বল তো!" আর সেকারণেই দেবলীনা নন্দীকে নিয়ে চিন্তায় তাঁর পরিবার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দেবলীনা আপাতত বিপন্মুক্ত হলেও তাঁর মানসিক পরিস্থিতি একেবারে ভালো নেই।
  • বুধবার হাসপাতাল থেকে ফেসবুক লাইভে দেবলীনার দিদি জানান, এইমুহূর্তে মারাত্মক ট্রমায় রয়েছেন গায়িকা।
  • ডাক্তাররা পর্যন্ত পরিবারকে সতর্ক করে দিয়েছেন যে, এই ট্রমার জন্যেই দেবলীনা ফের আত্মহত্যার চেষ্টা করতে পারেন।
Advertisement