সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ-দীপিকা মানেই সিনেমা সুপারহিট। সেই 'ওম শান্তি ওম' থেকে শুরু। তারপর 'চেন্নাই এক্সপ্রেস', 'হ্যাপি নিউ ইয়ার'… একের পর এক ব্লকবাস্টার। তেইশ সালের জানুয়ারি মাসে 'পাঠান' ছবিতে এই হিট ফর্মুলার জেরে বক্স অফিসে জোয়ার দেখা গিয়েছিল। শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' সিনেমার ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। এবার 'কিং' হিট করাতেও সেই 'লাক-ফ্যাক্টর' ফর্মুলায় জোর দিলেন বাদশা। বলিউডে জব্বর খবর, দীপিকা পাড়ুকোন নাকি এই ছবিতে শাহরুখকন্যা সুহানার মায়ের ভূমিকায় অভিনয় করবেন। মেয়ে দুয়ার জন্মের পর সেভাবে কাজে ফেরেননি দীপিকা (Deepika Padukone)। তাহলে কি শাহরুখ খানের 'কিং' দিয়েই দাপুটে প্রত্যাবর্তন করতে চলেছেন অভিনেত্রী?
অতীতে শাহরুখের যে কটি সিনেমায় দীপিকা অভিনয় করেছেন, কন্টেন্ট যেমনই হোক, সেগুলির সব কটাই কিন্তু হিট। এবার শোনা যাচ্ছে, শাহরুখ-সুহানার বহু প্রতীক্ষিত সিনেমা 'কিং'-এও নাকি গুরুত্বপূর্ণ চরিত্র বাগিয়ে নিয়েছেন অভিনেত্রী। এই তথ্য নিয়ে অবশ্য দ্বিমত রয়েছে। বলিমহলের একাংশের দাবি, 'কিং' সিনেমায় ক্যামিও রোলে থাকছেন দীপিকা পাড়ুকোন। তবে জল্পনা যাই হোক, এবার বলিউড বাদশার পরবর্তী সিনেমাতেও যে দীপিকা থাকছেন, সেই খবর রীতিমতো পাকা! দিন কয়েক ধরেই বলিপাড়ার অন্দরে এহেন গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার ঘনিষ্ঠ মহল সেই গুঞ্জনে সিলমোহর বসিয়েছে। জানা গেল, 'কিং' সিনেমায় বাদশার প্রাক্তন প্রেমিকা তথা সুহানা খানের মায়ের ভূমিকায় দেখা যাবে দীপিকাকে।
একেই অ্যকশন থ্রিলার সিনেমা। উপরন্তু পর্দায় শাহরুখ-সুহানাকে প্রথমবার দেখার সৌভাগ্য। সঙ্গে উপরি পাওনা হিসেবে দেখা যেতে পারে দীপিকার সঙ্গে বাদশার মাখোমাখো রোম্যান্স, সেটা যে দর্শক-অনুরাগীদের জন্য দারুণ চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। অনুরাগীরা বরাবরই বলেন, 'দীপিকা মানেই শাহরুখের ছবি ব্লকবাস্টার'। এবারও কি সেই 'লাকি চার্ম' কৌশলী খাটিয়েই বক্স অফিসে সুনামি আনতে চলেছেন শাহরুখ? নজর থাকবে সেদিকে। উল্লেখ্য, 'কিং' সিনেমার পরিচালকের আসনেও সিদ্ধার্থ আনন্দ। যাঁর ফ্রেমে 'পাঠান' ছবিতে জুটি বেঁধেছিলেন শাহরুখ-দীপিকা। এই জল্পনা সত্যি হলে এই নিয়ে ষষ্ঠবার দীপিকা পাড়ুকোন কিং খানের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন। এছাড়াও, যশ রাজ ফিল্মস-এর প্রযোজনায় 'পাঠান' ছবির সিক্যুয়েলেও দুই তারকার জুটি বাঁধার কথা শোনা যাচ্ছে।