সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার দিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ১৩ জনের মৃত্যু। জঙ্গি হামলা হিসেবে ঘোষণা করা না হলেও নাশকতার তত্ত্ব উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। দিল্লিতে এহেন ভয়াবহ বিস্ফোরণের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। আমজনতা থেকে সেলেবমহল সকলেই উদ্বিগ্ন। ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউড এবং দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির তারকারা। করণ জোহর, প্রিয়াঙ্কা চোপড়া, সিদ্ধার্থ মালহোত্রা, রবিনা ট্যান্ডন, সোনু সুদ থেকে আল্লু অর্জুন, থলপতি বিজয়-সহ আরও অনেকেই।
সোমবার সন্ধ্যে ৬টা ৫২ মিনিট নাগাদ লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে আচমকা বিস্ফোরণ হয়। তারপরই সেখানে দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে আগুন। মেট্রোর সামনেই ছিল জৈন মন্দির এবং উমাশঙ্কর মন্দির। সন্ধ্যায় সেখানে বহু মানুষ এসেছিলেন। শুধু তাই নয়, ব্যস্ত সময়ে মেট্রোর গেটের কাছেও বহু মানুষের জমায়েত ছিল। বিস্ফোরণের পরই গোটা এলাকায় হলস্থূল পড়ে য়ায়। এমতাবস্থায় গোটা দিল্লিজুড়ে হাই অ্যালার্ট জারি। মর্মান্তিক ঘটনায় শোকস্তদ্ধ ভূমিপুত্র সিদ্ধার্থ মালহোত্রা। অভিনেতার মন্তব্য, "দিল্লি বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল। এই কঠিন সময়ে শক্ত থাকুন। নিরাপদে থাকুন।"
ঘটনার জেরে মার্কিন মুলুকে বসে দু'চোখের পাতা এক করতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া! অভিনেত্রীর মন্তব্য, "চারদিকে এত ভয়-কান্না, হাহাকার... লাল কেল্লার সামনের দৃশ্যগুলি দেখে খুব কষ্ট হচ্ছে। বিস্ফোরণের ঘটনায় যাঁদের প্রাণহানি হয়েছে তাঁদের প্রতি সমবেদনা রইল। যাঁরা আহত হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। আশা করি, খুব শিগগিরি এর সদুত্তর পাব। এমতাবস্থায় দয়া করে আপনারা নিরাপদে থাকুন এবং সতর্ক থাকুন।" করণ জোহর বলছেন, "আমার মন কাঁদছে। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা, ভালোবাসা রইল। দয়া করে সকলে সাবধানে থাকুন।"
এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে ক্ষতিগ্রস্থদের প্রতি সমবেদনা জানালেন রবিনা ট্যান্ডনও। বলিউডের 'মানবদরদী অভিনেতা' সোনু সুদের মন্তব্য, "দিল্লির লাল কেল্লার সম্মুখে মর্মান্তিক ঘটনায় আমি ব্যথিত। আসুন আমরা সকলে ক্ষতিগ্রস্থদের পাশে থাকি। একে অপরের খোঁজ রাখি এবং শান্তি বজায় থাকার কামনা করি।" এক্স হ্যান্ডেলে অভিনেতা ও রাজনীতিবিদ থলপতি বিজয় লিখেছেন, "লাল কেল্লার নিকটবর্তী বিস্ফোরণে প্রাণহানির খবরে গভীরভাবে মর্মাহত। প্রিয়জন হারানো পরিবারগুলির প্রতি সমবেদনা রইল। পাশাপাশি দিল্লিবাসীদের সাবধানে থাকার আর্জি জানিয়েছেন ইশান খট্টর।
