shono
Advertisement

Breaking News

Delhi Police-Dhurandhar

'মাদকের মায়াজালে জড়িও না', অক্ষয় খান্নার 'ধুরন্ধুর' ব়্যাপে দিল্লি পুলিশের 'ধুন্ধুমার' প্রচার

ফিল্মি কায়দায় দিল্লি পুলিশের মাদকবিরোধী প্রচার।
Published By: Sandipta BhanjaPosted: 11:53 AM Dec 12, 2025Updated: 01:15 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পয়লা দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে 'ধুরন্ধর' (Dhurandhar)। মাত্র তিন দিনে একশো কোটির গণ্ডি পেরনো সিনেমার বিষয়বস্তু নিয়ে যত না আলোচনা, তার থেকেও বেশি চর্চায় 'ধুরন্ধর'-এর মিউজিক। বিশেষ করে অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম। আর ক্রমবর্ধমান সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই এবার ফিল্মি কায়দায় মাদকবিরোধী প্রচার দিল্লি পুলিশের (Delhi Police)।

Advertisement

বর্তমানে বিশ্বজুড়ে ঝড় তুলেছে 'ধুরন্ধর' সিনেমার FA9LA ব়্যাপ। মুক্তির মাত্র কয়েক দিনেই চড়চড়িয়ে বেড়েছে শ্রোতা-অনুরাগীর সংখ্যা। এবার সেই ট্রেন্ডেই গা ভাসাল দিল্লি পুলিশ। বাহারিনের ব়্যাপার হুসাম অসীম ওরফে 'ফ্লিপ্পেরাচি'র তৈরি এই ব়্যাপকেই এবার সমাজ সচেতনতার অস্ত্র হিসেবে ব্যবহার করল তাঁরা। সম্প্রতি দিল্লি পুলিশের শেয়ার করা ভিডিওতে অক্ষয় খান্নার দুটি সিনেমার দৃশ্য দেখানো হয়েছে। প্রথমটা বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের মাধ্যমে মাদকাসক্তদের উদ্দেশে সোজাসুজি প্রশ্ন ছোড়া হয়েছে, নেশায় বুঁদ থাকলে নিজেকে এরকমই মনে হয়, তাই না? পরেরটিতে অক্ষয়ের পুরনো এক ছবির দৃশ্য জুড়ে দেওয়া হয়েছে। যেখানে অভিনেতাকে হুড়মুড়িয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গেল। এক্ষেত্রে দিল্লি পুলিশের উল্লেখ, 'নিজের জীবনের উপর নিয়ন্ত্রণ হারাবেন না কারণ মাদক কেবল ভ্রম সৃষ্টি করে।' আর ফিল্মি কায়দায় তৈরি দিল্লি পুলিশের এহেন মাদকবিরোধী প্রচারই আপাতত নেটভুবনে ভাইরাল।

অফিশিয়াল পেজে এই ভিডিও শেয়ার করে দিল্লি পুলিশের তরফে ক্যাপশনে লেখা হয়েছে, 'মাদকাসক্ত হলে নিজেকে হিরো মনে হতে পারে, কিন্তু এটি আদতে একটি মায়াজাল। আর এক মুহূর্তের মজার কাছে নিজেকে বিকিয়ে দেওয়া উচিত নয়।' উল্লেখ্য, নেটভুবন যে পপ সংস্কৃতির অন্যতম চারণক্ষেত্র, তা অস্বীকার করার কোনও জায়গা নেই। কারণ নেটপাড়াতে যেমন নতুন ট্রেন্ডের জন্ম হয়, তেমনই রাতারাতি মিম-বিস্ফোরণ ঘটে। অক্ষয় খান্না অভিনীত সেই FA9LA ব়্যাপের দৃশ্য বর্তমানে সেই তালিকার শীর্ষে।
অবশ্য ফিল্মি কায়দায় সমাজ সচেতনতার বার্তা দিল্লি পুলিশের তরফে এই প্রথম নয়, এর আগেও বলিউডের বক্স অফিসে ঝড় তোলা ট্রেন্ডিং সিনেমার দৃশ্য ধার করে এহেন প্রচার চালাতে দেখা গিয়েছে রাজধানীর পুলিশ প্রশাসনকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অক্ষয় খান্নার বালোচিস্তানের এন্ট্রি সিকোয়েন্সের ব়্যাপে বুঁদ আট-আশির প্রজন্ম।
  • আর ক্রমবর্ধমান সেই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই এবার ফিল্মি কায়দায় মাদকবিরোধী প্রচার দিল্লি পুলিশের।
Advertisement