সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরক টাইটানিকের 'রোজ'! কেট উইনস্লেটের দাবি, জনপ্রিয় মার্কিন র্যাপার ও সংরাইটার এমিনেম তাঁকে নিজের নিতম্বের রোম কামিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। যা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেছিলেন অভিনেত্রী। দু'দশকেরও বেশি সময় পরে বিষয়টা তিনি প্রকাশ্যে আনলেন বলেও দাবি করেছেন কেট।
মার্কিন টেলিভিশনের এক জনপ্রিয় শো 'স্যাটারডে লাইট লাইভ' বা এসএনএল। সেখানেই যোগ দেওয়ার সময় এমন অভিজ্ঞতা হয়েছিল তাঁর, বলছেন কেট। সম্প্রতি 'গ্রাহাম নর্টন শো' নামের এক শোয়ে এসে ২০০৪ সালের সেই অভিজ্ঞতা সকলকে জানিয়েছেন তিনি। ঠিক কী হয়েছিল সেদিন? সেকথা বলতে গিয়ে কেট বলছেন, ছবিতে তাঁর সহ-অভিনেতা জনি ডেপের সঙ্গে ওই শোয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু শো শুরুর আগে যথেষ্ট রিহার্সালের সুযোগ পাওয়া যায়নি। কেননা ওপরা উইনফ্রের শোয়ে যেতে হয়েছিল। ফলে শোয়ে তাঁর মনোলোগ কী হবে সেটা নিয়ে যথেষ্ট টেনশন করছিলেন কেট। আর তখনই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখে পড়তে হয় তাঁকে। তেমনই দাবি অভিনেত্রীর।
কেট বলছেন, ''আমি এমন একটা বিষয়ে কথা বলতে চাই, যেটা কখনও কাউকেই বলিনি। এমিনেম আমাকে বলেছিল ওর নিতম্বের রোম কামিয়ে দিতে। আমার সঙ্গেই এই ধরনের জিনিস হত। ও বলেছিল, আমার নিতম্বের রোমটা একটু কামিয়ে দেবে? আমি বলে দিয়েছিলাম, দুঃখিত। কিন্তু আমি ব্যক্তিগত সাজসজ্জা করে দিই না। আমি এটা করতে পারব না। এটা আমি করি না। এই ঘটনাটার কথা আমি এর আগে কাউকে বলিনি। এবার বললাম।''
প্রসঙ্গত, এমিনেম একজন বিখ্যাত মার্কিন র্যাপার, সংরাইটার ও রেকর্ড প্রোডিউসার। আমেরিকার শ্রোতাদের কাছে হিপ-হপকে জনপ্রিয় করে তোলার অন্যতম কারিগর তিনি। এবার তাঁকেই বিস্ফোরক অভিযোগে বিদ্ধ করলেন কেট। শেষ খবর পাওয়া পর্যন্ত এমিনেম এই অভিযোগ নিয়ে কিছু বলেননি।
