সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২১ সালে শাম্মা দেওয়ানের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন জিয়াউল ফারুক অপূর্ব। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতার তৃতীয় বিয়ে এটি। সেই দাম্পত্যের চার বছরের মাথায় এবার সন্তানসুখ এল অপূর্বর। যদিও এর আগে দ্বিতীয়পক্ষের পুত্রসন্তান রয়েছে। তবে এবার অভিনেতার ঘরে লক্ষ্মীর আগমন ঘটেছে। বছরশেষে সোশাল মিডিয়ায় বাবা হওয়ার সুখবর ভাগ করে নিয়েছেন অভিনেতা।
তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ানের সঙ্গে জিয়াউল ফারুক অপূর্ব।
অপূর্বর সোশাল মিডিয়ায় উঁকি দিতেই দেখা গেল সদ্যোজাতের নরম তুলতুলে হাতের ছবি। পাশাপাশি মেয়ের নামও জানিয়েছেন অভিনেতা। নিজের নামের সঙ্গে মিলিয়ে অপূর্ব কন্যাসন্তানের নামকরণ করেছেন 'অনয়া'। আর সদ্যোজাতের সেই ছোট্ট ঝলক দেখেই অভিনেতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীমহল। যদিও তৃতীয় বিয়ে নিয়ে বছর চারেক আগে বেজায় কটাক্ষ-সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল অপূর্বকে, তবে এবার তাঁর সন্তান আগমনের খবরে শুভেচ্ছাবার্তার ভিড় নেটভুবনে।
প্রসঙ্গত, এর আগে দ্বিতীয় পক্ষের স্ত্রী নাজিয়া হাসান অদিতির সঙ্গে দাম্পত্যকালীন পুত্রসন্তানের বাবা হয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। তবে ২০২০ সালে নাজিয়ার সঙ্গে সম্পর্কে চিড় ধরে। কিন্তু দ্বিতীয় দাম্পত্যে ইতি টানলেও ছেলে জায়ান ফারুক আয়েশের সঙ্গে দারুণ রসায়ন অভিনেতার। মাঝেমধ্যেই ছেলের সঙ্গে সময় কাটানোর দুষ্টু-মিষ্টি ঝলক ভাগ করে নেন অপূর্ব। নাজিয়ার সঙ্গে বিচ্ছেদের একবছর পর একুশ সালে আমেরিকা নিবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন বাংলাদেশের সুদর্শন এই অভিনেতা। যার অনুরাগীর সংখ্যা এপার বাংলাতেও রীতিমতো ঈর্ষনীয়! জানা গিয়েছে, শাম্মার পড়াশোনা এবং বেড়ে ওঠা মার্কিন মুলুকেই। এবার বিয়ের চার বছরের মাথায় তাঁদের সংসার আলো করে জন্ম নিল কন্যাসন্তান 'অনয়া'।
