shono
Advertisement
Shah Rukh Khan

একেবারে 'সড়কছাপ' ভাষা! আরিয়ানের 'ব্যাডস অফ বলিউড'কে গালমন্দ শাহরুখের পাকিস্তানি সহ-অভিনেতার

শাহরুখপুত্র আরিয়ানকে নিয়ে বিস্ফোরক 'ডন ২' অভিনেতা আলি খান।
Published By: Sandipta BhanjaPosted: 01:00 PM Dec 12, 2025Updated: 01:06 PM Dec 12, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম সিরিজে বলিউডের বাস্তুতন্ত্র দেখিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন আরিয়ান খান। নেটফ্লিক্সের যাবতীয় রেকর্ডও ভেঙে চুরমার করেছে তাঁর পরিচালিত 'ব্যাডস অফ বলিউড'। আর এই শোয়ের সুবাদেই অনুরাগ কাশ্যপকে ছাপিয়ে আইএমডিবি'র পঁচিশের সেরা পরিচালকের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাদশাপুত্র। দর্শকমহলের রায়েও আপ্লুত আরিয়ান খান। এবার সেই সিরিজ নিয়ে বিস্ফোরক মন্তব্য শাহরুখ খানের 'ডন ২' সহ-অভিনেতা আলি খানের।

Advertisement

সম্প্রতি এক পডকাস্টে ব্রিটিশ-পাকিস্তানি অভিনেতা কড়া ভাষায় আরিয়ানের সিরিজের সমালোচনা করেন। আলি খানের মন্তব্য, "দিন কয়েক আগে 'ব্যাডস অফ বলিউড' সিরিজে আরিয়ান খানের কাজ দেখলাম। খুবই অদ্ভূত লাগল। এত খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে যে পরিবারের সঙ্গে বসে এই শো দেখা দায়! আর যেসমস্ত ভাষার প্রয়োগ রয়েছে, সেগুলোর কোনও যুক্তি নেই। তাছাড়া সিরিজে যে ধরনের মানুষদের দেখানো হয়েছে, তাঁরা কি এরকম 'সড়কছাপ' ভাষায় কথা বলেন?" প্রশ্ন ছুড়ে এখানেই অবশ্য থামেননি তিনি।

'ডন ২' ছবিতে শাহরুখ খানের সঙ্গে আলি খান (ছবি- সংগৃহীত)

আলি খানের সংযোজন, 'মাঝেমধ্যে আমার মনে হয়, শুধুমাত্র দর্শকদের দৃষ্টি আকর্ষণের জন্য কিংবা ভালো রেটিং পাওয়ার জন্য সিরিজে এহেন ভাষা ব্যবহৃত হয়। একটা কথা বলার অনেক ধরন থাকে। আর যদি গালিগালাজ করতেই হয় সিরিজে তাহলে কোথায় থামতে হবে সেটাও জানা দরকার। এরকম নয় যে, যখন যে দৃশ্যে যেভাবে ইচ্ছে অশ্লীল ভাষা ব্যবহার করলাম! তাহলেই তো সিরিজের ইমপ্যাক্ট বজায় থাকবে। নইলে সব দৃশ্যে এরকম গালিগালাজ থাকলে বিষয়টা ভীষণ অশ্লীল এবং একঘেয়ে লাগে।"

প্রসঙ্গত, একুশ সালের নভেম্বর মাসে মাদককাণ্ডে নাম জড়ানোয় কম কটাক্ষের শিকার হতে হয়নি তাঁকে! নিন্দুকরা ব্যঙ্গ করেছিলেন, ‘বড়লোক বাবার বিগড়ে যাওয়া সন্তান!’ কেউ বা কটাক্ষ করেছিলেন, ‘শাহরুখ খানের ছেলে বলে অপরাধ করে ছাড় পাবে নাকি?’ এক মাস প্রাসাদোপম মন্নত ছেড়ে আরিয়ান খানকে রাত কাটাতে হয়েছিল জেলে। সেই ‘অভিশপ্ত সময়’ কাটিয়ে পরিচালক হিসেবে বলিউডে নাম লিখিয়েছেন ‘সিম্বা’ আরিয়ান খান। তবে প্রশংসার পাশাপাশি নবাগত পরিচালকের কপালে জুটল সমালোচনাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আরিয়ান খানের সিরিজ নিয়ে বিস্ফোরক মন্তব্য শাহরুখ খানের 'ডন ২' সহ-অভিনেতা আলি খানের।
  • আলি খানের মন্তব্য, 'এত খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে যে পরিবারের সঙ্গে বসে এই শো দেখা দায়!'
Advertisement