সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিপর্দার জনপ্রিয় খলনায়িকা তিনি, পর্দায় তাঁর অভিনয় বেশ প্রশংসিত। তিনি অভিনেত্রী মানসী সেনগুপ্ত। তবে তাঁর অভিনয়ের পাশাপাশি একইসঙ্গে চর্চায় উঠে এসেছে বিগত কয়েকবছরে মানসীর ব্যক্তিগত জীবনও।
বিশেষ করে গত বছর দ্বিতীয়বার সন্তানসম্ভবা হওয়ার পর মানসী বারবার পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে প্রকাশ্যে এলেও একবারের জন্য তাঁর স্বামীকে দেখা যায়নি। এখান থেকে তাঁদের তিক্ত দাম্পত্যের অনেক গুঞ্জন ছড়িয়েছিল সেই জল্পনায় জল ঢেলেছিলেন অভিনেত্রী। পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর তাকে ও মেয়েকে নিয়ে বোন রাইমার সঙ্গে মাঝেমাঝেই মানসীকে দেখা গিয়েছে নিজের অন্দরমহলের বহু খুনসুটির মুহূর্ত ভাগ করে নিতে। কিন্তু সেসবের মাঝেও মানসীর দাম্পত্যযাপন নিয়ে কারও মনের কৌতূহল কমেনি। সময়ে-অসময়ে তা মাথাচাড়া দিয়ে উঠেছে। এবারও তার অন্যথা হল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলা মানসীর এক মন্তব্য উসকে দিয়েছে এই আলোচনা। যা ইতিমধ্যেই নেটপাড়া সরগরম করছে। ঠিক কী বলেন অভিনেত্রী মানসী?
নিজের বিয়ে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেন মানসী। বলেন, "আমি যদি দশ বছর আগে ফিরে যেতে পারতাম তাহলে আমি একটা ভুল শুধরে নিতাম। আমি বিয়ে করতাম না। আমি কাউকে বিয়ে করার পরামর্শও দেব না। সন্তান জন্ম দেওয়ার জন্য বিয়ে করা প্রয়োজন সেটাও আমি বিশ্বাস করি না। আমার মনে হয় না সবক্ষেত্রে এমনটা মনে করার দরকার যে, বিয়েটা প্রয়োজন।" এখান থেকেই সকলের মনে প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে যে, তাহলে কি সত্যিই মানসীর সঙ্গে তাঁর স্বামীর দূরত্ব বেড়েছে? যদিও তা নিয়ে কোনও মন্তব্য করেননি মানসী।
