সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও সন্ত্রাসের জবাবে অপারেশন সিঁদুর (Operation Sindoor)। মঙ্গলবার মধ্যরাতে সন্ত্রাসের আঁতুড়ঘরে হামলা চালাল ভারত। সিঁদুরে অপারেশনে যখন আকাশে 'কালো মেঘ' দেখছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর, তখন আপামর ভারতবাসী ন্যায়বিচারের কথা বলে উচ্ছ্বাস প্রকাশ করেছে। আমজনতার মতো বিনোদুনিয়ার তারকারাও ভারতের প্রত্যাঘাতে খুশি। বলিউড, দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির পাশাপাশি টলিউডের তারকারাও উত্তেজনায় ফুঁটছেন।
সাতসকালে জিমে ঘাম ঝরানোর মাঝেই ভিডিও করে ফেললেন অঙ্কুশ। সেই ভিডিওতেই তাঁকে বলতে শোনা গেল, 'প্রিয় প্রতিবেশী দেশকে দিওয়ালির অগ্রিম শুভেচ্ছা। জয় হিন্দ।' অভিনেতা যেভাবে পাকিস্তানের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেছেন, তাতে উল্লাসে ফেটে পড়েছেন নেটভুবনের একাংশ। ২২ এপ্রিল, পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় ঘটা ভয়াবহ জঙ্গি হামলার বদলায় মোদি সরকার যে যোগ্য জবাব দিয়েছেন, তাতে খুশি টলিউডের দুই সুপারস্টার দেব এবং জিৎ। উভয়েই অপারেশন সিঁদুরের ছবি পোস্ট করে 'জয় হিন্দ' লিখেছেন। ভারতীয় সেনাবাহিনীর জয়গান গাইলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ইনস্টা পোস্টে ইন্ডাস্ট্রির মন্তব্য, আমাদের বায়ুসেনা এবং সমগ্র সেনাবাহিনীকে কুর্নিশ। জয় হিন্দ। মিমি চক্রবর্তীও অপারেশন সিঁদুরের ছবি শেয়ার করে, দেশবাসীকে একতার বার্তা দিয়েছেন।
ওটিটি প্ল্যাটফর্মের 'ফেলুদা' টোটা রায়চৌধুরীর মন্তব্য, 'ভারতীয় হিসেবে আজ আমি গর্বিত। পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিয়েছে আমাদের দেশ'। অন্যদিকে সাংসদ-অভিনেত্রী সায়নী ঘোষের টুইট, জয় হিন্দ। জয় ভারত। হিন্দুস্তান জিন্দাবাদ। বুধবার সকাল থেকেই অপারেশন সিঁদুর অভিযান নিয়ে একপ্রকার বিজয়োল্লাস গোটা দেশে। সন্ত্রাস দমনের আনন্দ উৎসবে শামিল হয়েছেন তারকারাও।
