shono
Advertisement
Dev-Subhasree

'১২ বছর পর আমরা একসঙ্গে...', সোশাল মিডিয়ায় বার্তা দেব-শুভশ্রীর, ব্যাপারটা কী?

বড়সড় চমক দিলেন নিজের অনুরাগীদের দেব-শুভশ্রী জুটি।
Published By: Arani BhattacharyaPosted: 12:09 PM Jun 20, 2025Updated: 12:26 PM Jun 20, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'। ভক্তরা তাঁদের ভালোবাসার সেই জুটি দেব-শুভশ্রীকে ফের পর্দায় দেখার জন্য রয়েছেন অধীর অপেক্ষায়। এই ছবিই এখনও পর্যন্ত তাঁদের জুটির শেষ ছবি। ১২টা বছর দর্শক অপেক্ষা করেছেন তাঁদের প্রিয় জুটির সেই ম্যাজিক, নস্টালজিয়া পর্দায় ফিরে পাওয়ার জন্য। বারবার প্রশ্নের মুখে পড়েছে 'ধূমকেতু'র মুক্তি।

Advertisement

এই বছরের গোড়া থেকে এই ছবির মুক্তি নিয়ে শুরু হয় গুঞ্জন। ধূমকেতু একের পর এক দিন নির্ধারিত হয়েছে ও পিছিয়েছে। আদৌ কি ছবি মুক্তি পাবে নাকি সবটাই রটনা? এই প্রশ্নও ঘুরেফিরে এসেছে দর্শকের মনে। অবশেষে সেই প্রশ্নের উত্তর হিসাবে দেব এই ছবির মুক্তির দিন ঘোষণা করেন সম্প্রতি। একইসঙ্গে সেই খবর দেন ছবির আরও এক প্রযোজক রানা সরকার ও পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। ১৪ আগস্ট ছবি মুক্তির দিন হিসাবে ঘোষিত হয়।

ছবি মুক্তি কবে? এই প্রশ্নের উত্তর মিললেও ভক্তদের মনে একইসঙ্গে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তা হল ছবি মুক্তির আগে কতটা একসঙ্গে ধরা দেবেন দেব ও শুভশ্রী? আদৌ কি ছবির প্রচারে এক হবেন তাঁরা? দেখা যাবে কি তাঁদের একসঙ্গে? শুক্রবার সেই প্রশ্নের অবসান ঘটল খানিকটা বলা যায়। এদিন বড়সড় চমক দিলেন নিজের অনুরাগীদের দেব-শুভশ্রী জুটি।

এবার সোশাল মিডিয়ায় নিজেদের আগামী ছবি নিয়ে ভক্তদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন তাঁরা। সেই ভিডিওতে তাঁদের দেখা গেলেও তা যে আলাদা আলাদাভাবে ক্যামেরাবন্দি হয়েছে তা বোঝাই যাচ্ছে। সেখানেই তাঁদের বলতে শোনা যাচ্ছে "বারো বছর পর আমরা আবার একসঙ্গে। সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে আপনাদের কাছের সিনেমাহলে মুক্তি পাচ্ছে 'ধূমকেতু'। 'ধূমকেতু' আসছে বড়পর্দায়। অবশেষে এই ১৪ আগস্ট। দেখা হচ্ছে সবার সঙ্গে বড়পর্দায়। আমাদের ছবি 'ধূমকেতু।'' এই পোস্টের পর তার কমেন্টবক্সে উপচে পড়েছে নেটিজেনদের নানা মন্তব্য। পছন্দের জুটিকে রূপোলি পর্দায় ফিরে পাওয়ার উচ্ছ্বাস স্পস্ট তাঁদের কমেন্টেই। কেউ লিখেছেন, 'দেবের আইডিতে শুভশ্রী, এ যেন সত্যিই ধূমকেতু।' কেউ লিখেছেন, 'অবশেষে আসছে, দারুন লাগবে দুজনকে।' কেউ আবার লিখছেন, 'এটাই হয়তো শেষবার।' 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সব অপেক্ষার অবসান ঘটিয়ে বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ধূমকেতু'।
  • ভক্তদের মনে একইসঙ্গে আরেকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল তা হল ছবি মুক্তির আগে কতটা একসঙ্গে ধরা দেবেন দেব ও শুভশ্রী?
  • তাঁদের বলতে শোনা যাচ্ছে 'বারো বছর পর আমরা আবার একসঙ্গে।''
Advertisement