shono
Advertisement
Sunjay Kapur’s Death

প্রয়াত 'জামাইবাবু' সঞ্জয়, কাঁদতে কাঁদতে দিদি করিশ্মার বাড়িতে করিনা! সান্ত্বনা সইফ-মালাইকার

চোখে জল নিয়ে করিশ্মার বাড়িতে বলিউডের বন্ধুরা।
Published By: Sandipta BhanjaPosted: 11:56 AM Jun 13, 2025Updated: 11:56 AM Jun 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার দিনভর আহমেদাবাদের উড়ান দুর্ঘটনা নিয়ে মন খারাপের রেশ থেকেছে গোটা দেশে। তার মাঝেই করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী তথা খ্যাতনামা শিল্পপতি সঞ্জয় কাপুরের মৃত্যুর খবর আসে। দুঃসংবাদ শুনেই দিদি করিশ্মার খর এলাকার বাড়িতে ছুটে যান করিনা কাপুর এবং সইফ আলি খান। দিদির সঙ্গে সঞ্জয় কাপুরের তিক্ত সম্পর্কের সাক্ষী তিনি। বহুরাত লোলোকে লুকিয়ে কাঁদতে দেখেছেন বেবো। এক সাক্ষাৎকারে সেকথাও জানিয়েছিলেন করিনা। এবার প্রাক্তন জামাইবাবুর মৃত্যুর খবর পেয়ে এই কঠিন সময়ে দিদি এবং তাঁর দুই সন্তানের পাশে থাকতে মাঝরাতে সইফকে নিয়ে হাজির হন অভিনেত্রী।

Advertisement

গত জানুয়ারি মাসে সইফ আলি খানের উপর হামলা হওয়ার সময়ও দুই ছেলে জেহ-তৈমুরকে নিয়ে করিশ্মার এই বাড়িতেই আশ্রয় নিয়েছিলেন করিনা। দু হাতে বোনকে আগলে রেখেছিলেন লোলো। এবার দিদিকে সামাল দিতে মাঝরাতে ছুটে গেলেন বেবো। সঙ্গী সইফ আলি খান। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই করিশ্মা-করিনার অন্তরঙ্গ বন্ধু মালাইকা অরোরা পৌঁছন তাঁর ছেলেকে নিয়ে। দেখা যায় বোন অমৃতা অরোরাকেও। পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের সকলের আবেগপ্রবণ মুহূর্ত। বিশেষ করে করিনা এবং মালাইকা চোখের জল ধরে রাখতে পারেননি করিশ্মার সঙ্গে দেখা করতে গিয়ে। সেই ক্যামেরাবন্দি মুহূর্তও ইতিমধ্যেই নেটাপাড়ায় ভাইরাল।

জানা গিয়েছে, লন্ডনে পোলো খেলতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন সঞ্জয় কাপুর। প্রসঙ্গত, পোলো খেলোয়াড় হিসেবেও সঞ্জয়ের প্রসিদ্ধি ছিল। শেষপর্যন্ত সেই খেলার মাঠেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনের দাবি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। সঞ্জয় রেখে গেলেন স্ত্রী প্রিয়া ও তাঁদের সন্তানকে। দুন স্কুলে পড়াশোনা শেষ করার পর বাকিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পূর্ণ করে হার্ভার্ড বিজনেস স্কুলে পড়াশোনা করেন সঞ্জয়। সোনা কমস্টার লিমিটেডের চেয়ারম্যান সঞ্জয় বর্তমানে ব্রিটেনেই থাকতেন বলে জানা যাচ্ছে। ভারতের মোটর সেক্টরের এক শীর্ষস্থানীয় ব্যবসায়ী সঞ্জয় অবশ্য জনসাধারণের কাছে পরিচিত কাপুর পরিবারের প্রাক্তন জামাই হিসেবেই। যদিও করিশ্মা তাঁর প্রথম স্ত্রী নন। নন্দিতা মাহতানি নামের এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে গাঁটছড়া বাঁধলেও সেই বিয়ে টেকেনি। পরে ২০০৩ সালে করিশ্মা কাপুরকে বিয়ে করেন তিনি।দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০১৬ সালে ডিভোর্স হয়ে যায় তাঁদের। করিশ্মা-সঞ্জয়ের দুই সন্তান। ২০০৫ সালে জন্মগ্রহণ করে মেয়ে সামাইরা। ২০১১ সালে পুত্র কিয়ান। দুই ভাইবোনই এখন মা করিশ্মার সঙ্গে থাকে।

সঞ্জয় পরে বিয়ে করেন প্রিয়া সচদেবকে। নিউ ইয়র্কে তাঁদের আলাপ হয়েছিল। প্রিয়াও বিবাহিতা ছিলেন। পরে দু’জনের ডিভোর্স প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাঁরা চুপিচুপি বিয়ে সারেন নয়াদিল্লিতে। প্রিয়া-সঞ্জয়ের বিয়ে নিয়েও কম চর্চা হয়নি বলিমহলে। যদিও সৎ মা প্রিয়া মাঝেমধ্যেই সঞ্জয়-করশ্মার পয়লা সন্তান সামাইরার আদুরে ছবি দিয়ে প্রতিটা জন্মদিনে শুভেচ্ছা জানাতেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দুঃসংবাদ শুনেই দিদি করিশ্মার খর এলাকার বাড়িতে ছুটে যান করিনা কাপুর এবং সইফ আলি খান।
  • পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে তাঁদের সকলের আবেগপ্রবণ মুহূর্ত।
  • বিশেষ করে করিনা এবং মালাইকা চোখের জল ধরে রাখতে পারেননি করিশ্মার সঙ্গে দেখা করতে গিয়ে।
Advertisement