shono
Advertisement
Dhruv Rathee-Shah Rukh Khan

'এত টাকার খাঁই কেন?' পানমশলার বিজ্ঞাপন নিয়ে শাহরুখকে বিঁধলেন ইউটিউবার ধ্রুব রাঠি

হঠাৎ কেন ধ্রুবর নিশানায় বলিউডের বাদশা?
Published By: Arani BhattacharyaPosted: 02:23 PM Oct 16, 2025Updated: 04:02 PM Oct 16, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর মহিমা সারা বিশ্ব জানে। সম্প্রতি বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতাদের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছেন তিনি। এবার কিং খানের সম্পত্তির পরিমানের প্রসঙ্গ তুলে তাঁকে রীতিমতো বিঁধলেন ইউটিউবার ধ্রুব রাঠি। হঠাৎ কেন ধ্রুবর নিশানায় বলিউডের বাদশা?

Advertisement

ধ্রুব সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে বলতে শোনা যায়, "শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ১২ হাজার চারশো কোটি টাকা। শাহরুখ খান এখন বিলিয়নিয়ার। আপনারা ভাবতে পারছেন? সাধারণ মানুষের এই পরিমাণ সম্পত্তি নিয়ে ভাবনা কল্পনারও অতীত। এসবকিছুর পর আমার শাহরুখকে একটাই প্রশ্ন আপনার যে পরিমাণ সম্পত্তি রয়েছে সেটাই কি যথেষ্ট নয়? যদি এই পরিমাণ অর্থ আপনার কাছে যথেষ্ট হয় তাহলে কেন আপনি পানমশলার বিজ্ঞাপন করেন? কী প্রয়োজন আপনার এই জিনিসটার বিজ্ঞাপন করার?"

একইসঙ্গে ধ্রুব আরও প্রশ্ন করেন, "আপনার সত্যিই এত টাকা প্রয়োজন? নিজেকেই নিজে প্রশ্ন করুন না। এত সম্পত্তি, টাকাপয়সা দিয়ে আপনি কি করবেন? আপনি দেশের একজন গুরুত্বপূর্ণ ও সচেতন নাগরিক। আপনিই যদি এমন জিনিসের বিজ্ঞাপন করেন তাহলে সমাজের প্রতি আপনার কী দায়বদ্ধতা রয়েছে? যদি এমন ক্ষতিকর জিনিসের প্রচার বন্ধ করেন তাহলে তা সমাজের জন্যও উপকার হবে বলে আপনার মনে হয় না?" শাহরুখের উদ্দেশে প্রশ্ন ছুড়েই শান্ত হননি ধ্রুব। শাহরুখ অনুরাগীদের কাছে যাতে সেই ভিডিও পৌঁছায় এবং তা যাতে শাহরুখ অবধি পৌঁছায় এবং এই বিষয়ে বলিউডের বাদশা সতর্কতা অবলম্বন করেন সেই দিকেও নজর দিয়েছেন ধ্রুব। যদিও এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তাঁর আগামী ছবি 'কিং'য়ের শুটিং নিয়ে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • এবার কিং খানের সম্পত্তির পরিমানের প্রসঙ্গ তুলে তাঁকে রীতিমতো বিঁধলেন ইউটিউবার ধ্রুব রাঠি।
  • ধ্রুব সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে বলতে শোনা যায়, "শাহরুখ খানের সম্পত্তির পরিমাণ ১.৪ বিলিয়ন ডলার।"
  • ধ্রুব আরও প্রশ্ন করেন, "আপনার সত্যিই এত টাকা প্রয়োজন? নিজেকেই নিজে প্রশ্ন করুন না। এত সম্পত্তি, টাকাপয়সা দিয়ে আপনি কি করবেন?
Advertisement