সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ সালের ১৪ জুন। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু ঘিরে উত্তাল হয়েছিল গোটা দেশ। আগস্টে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। অবশেষে প্রায় পাঁচবছর পরে সেই মামলায় ইতি টেনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রিপোর্টে বলা হয়েছে, সুশান্ত আত্মহত্যাই করেছিলেন। একইসঙ্গে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সুশান্তের প্রেমিকা ও এই মামলায় অন্যতম অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে। আর তাতেই স্বস্তি মিলেছে রিয়ার। এই পরিস্থিতিতে রিয়া চক্রবর্তীর আইনজীবী সতীশ মানেশিণ্ডে বলেছেন, "আমরা সিবিআইয়ের কাছে কৃতজ্ঞ মামলার প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে এতে ইতি টানার জন্য। সোশাল মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় যে পরিমাণ মিথ্যা প্রচার করা হয়েছিল তার কোনও প্রয়োজন ছিল না।"

এরপরই রিয়াকে কার্যত ডিফেন্ড করতে মাঠে নামেন বলি অভিনেত্রী দিয়া মির্জা। নিজের সোশাল মিডিয়ায় সাংবাদ মাধ্যমের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী। তীব্র ভাষায় নিন্দা করে লিখেছেন, 'সংবাদ মাধ্যমের রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবারের কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে পারবেন? আপনারা নিজেদের টিআরপি বাড়ানোর তাগিদে সেসময় নিজেদের হাতে অশুভ শক্তির বিনাশের দায়িত্ব তুলে নিয়েছিলেন। এর ফলে রিয়া ও তার পরিবার যে গভীর যন্ত্রণা ও হয়রানির শিকার হয়েছিল তার দায় কে নেবে! আপনারা পারলে ক্ষমা চান। এবার অন্তত এটা আপনাদের পারা উচিত।'
উল্লেখ্য সুশান্তের মৃত্যুর পর তাঁর পরিবার রিয়ার বিরুদ্ধে মামলা করে। একটি মামলা করে সুশান্তের বাবা এবং অপরটি করে সুশান্তের দিদিরা। পাটনায় সুশান্তের বাবা কেকে সিংয়ের এফআইআরের পর ২০২০ সালের আগস্টে তদন্তভার পায় সিবিআই। সুশান্তের পরিবারের অভিযোগ ছিল, এই মৃত্যুর নেপথ্যে রয়েছেন রিয়া চক্রবর্তী ও আরও অনেকে। উঠে আসে মানসিক নির্যাতন, আর্থিক তছরুপের অভিযোগও। সেই প্রেক্ষিতেই রিয়াকে ২৭ দিন জেলেও থাকতে হয়। অবশেষে এই সব অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন রিয়া।