সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়বাজারের ভিড়, গঙ্গার পাড়ের স্যাঁতস্যাঁতে সিঁড়ি, হাওড়ার মল্লিকঘাটের কাদামাখা বাজারে দিলজিৎ দোসাঞ্ঝ (Diljit Dosanjh) যেন একেবারে আম-লোক। সুপারস্টারসুলভ কোনও হাবভাব নেই! ঘরের লোকের মতোই সকলকে আপন করে নিয়েছেন এক গাল হাসিতে। তাই তো ভক্তের মোবাইলের ফাটা স্ক্রিনেও ঝলমলিয়ে উঠল দিলজিতের লক্ষ টাকার নিজস্বী! সদ্য ঘুমের আরমোড়া ভাঙা শহরে ভক্তের সঙ্গে হাসিমুখে পোজ দিলেন তারকার খোলস দূরে সরিয়ে। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটাপাড়ায় ভাইরাল হতেই 'দিলদরিয়া স্টারের' প্রশংসায় পঞ্চমুখ সর্বদা আপন করে নেওয়া বাঙালি।
শনিবার রাতে কনসার্ট (Diljit Dosanjh Kolkata Concert)। তার প্রাক্কালেই বাংলা গানকে সঙ্গী করে শহরের বুকে বিলি কাটলেন দিলজিৎ দোসাঞ্ঝ। হলুদ ট্যাক্সি চড়ে হাওড়া ব্রিজ, মল্লিকঘাটের ফুল বাজার, কোলে মার্কেট, বড়বাজার ঘুরে পাঞ্জাবি পপস্টার আদ্যোপান্ত 'ঘরের লোকে'র মতোই ধরা দিয়েছেন। দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে যোগধ্যানেও দেখা গিয়েছে তাঁকে। দিলজিৎ যে কলকাতার প্রেমে পড়ে গিয়েছেন, সেটা তাঁর সোশাল মিডিয়ায় উঁকি দিতেই বোঝা গেল। তিলোত্তমাকে আবিষ্কারের টুকরো টুকরো চিত্র কোলাজে তুলে ধরেছেন নিজের সোশাল ওয়ালে। আর কলকাতাও তাঁকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে।
দিলজিৎ দোসাঞ্ঝের শো ঘিরে শহরে এখন তুমুল উন্মাদনা। দিল্লি, জয়পুর, হায়দরাবাদ, আহমেদাবাদ, লখনউ, পুণে ঘুরে দিন দুয়েক আগেই কলকাতায় পা রেখেছেন শিল্পী। আর অবসর পেতেই ছুটে বেড়ালেন কলকাতার এপ্রান্ত থেকে ওপ্রান্ত। দিলদরিয়া তারকার সেসব ছবি বর্তমানে নেটপাড়ায় চর্চার শিরোনামে। এমন সহজ-সরল মনোভাব, আচার-আচরণে অনুরাগীরাও মুগ্ধ। যেখানে সিনেমা দেখার জন্য প্রেক্ষাগৃহমুখো হতে গরিমসি দর্শকদের, সেখানে দিলজিতের কলকাতার কনসার্টের বহুমূল্য টিকিট একটাও পড়ে নেই! বুকিং শুরু হতেই নিমেষে শেষ। দিলজিতের শেয়ার করা কলকাতার সফর দেখে অনুরাগীদের মন্তব্য, 'প্রচার এভাবেও করা যায়।' কারও মন্তব্য, 'কলকাতার প্রেমে পড়েছেন দিলজিৎ। এ যেন একেবারে আমাদের ঘরের লোক।' কেউ বললেন, 'দিলজিৎ নিজের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনও হিন্দি বা পাঞ্জাবি গান না দিয়ে বাংলার মাটিকে সম্মান জানানোর জন্য মৌসুমী ভৌমিকের গাওয়া বাংলা গান ব্যবহার করেছেন। নিজের সংস্কৃতির প্রতি সম্মান না থাকলে অন্যের সংস্কৃতিকে এতটা সম্মান দেওয়া যায় না।' সবমিলিয়ে কনসার্টের আগেই কলকাতায় সুপারহিট দিলজিৎ দোসাঞ্ঝ।