মুসলিম ধর্মাবলম্বী হলে নাকি বলিউডে কাজ পাওয়া যায় না? হিন্দি সিনেদুনিয়াতেও কি ধর্মীয় মেরুকরণের রাজনীতির রমরমা? এআর রহমানের সাম্প্রতিক মন্তব্য এমনই কিছু প্রশ্ন তুলে দিয়েছে বর্তমানে। যা নিয়ে বিনোদুনিয়ায় শোরগোলের পাশাপাশি রাজনৈতিকমহলেও চর্চার অন্ত নেই! যদিও রহমানের দাবি নস্যাৎ করে বিজেপি উদাহরণস্বরূপ শাহরুখ-সলমনের তিন দশকের খান সাম্রাজ্যের উদাহরণ দর্শিয়েছে। এবার সাধারণতন্ত্র দিবসে 'গর্বিত ভারতবাসী' হিসেবে 'বিবিধের মাঝে মহান মিলনে'র কথা তুলে ধরলেন বলিউড বাদশা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এআর রহমান দাবি করেন, "গত আট বছরে ক্ষমতার পালাবদলের পাল্লায় পড়ে বলিউডে বহু কাজ হাতছাড়া হয়েছে। এর নেপথ্যে সাম্প্রদায়িক বিভাজন নীতিও হতে পারে।..." অস্কারজয়ী সুরকারের এহেন মন্তব্যের পরই একে-একে মুখ খুলেছেন বলিউডের একাধিক তারকা। যদিও 'খান' পদবির জেরে একাধিকবার 'দেশদ্রোহী' খোঁটা শোনা শাহরুখ চলতি বিতর্কে কোনও প্রতিক্রিয়া দেননি, তবে সোমবার সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা জানাতে গিয়েই 'এক ঢিলে দুই পাখি' মেরে নিজের অবস্থান স্পষ্ট করলেন কিং খান। এক্স হ্যান্ডেলে শাহরুখ লেখেন, 'ভারতীয় হিসেবে আমি গর্বিত। বৈচিত্র্যের মধ্যেই যে শক্তি এবং ঐক্য নিহিত, আমাদের দেশ আমাদের সেটাই শিখিয়ে এসেছে। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ এবং সকলের প্রতি ভালোবাসা।'
কমল হাসান মনে করালেন সাধারণতন্ত্র দিবসের জন্মলগ্নের কথা। দক্ষিণী মেগাস্টারের মন্তব্য, "আমাদের পূর্বপুরুষরা ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি পেয়ে সংবিধানের মাধ্যমে নিজেদের শাসন কায়েমের সিদ্ধান্ত যেদিন নিয়েছিলেন, সেদিনই সাধারণতন্ত্রের জন্ম হয়েছিল। বৈচিত্র্য এবং গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাতেই এর শক্তি নিহিত রয়েছে।" অক্ষয় কুমার, অনুপম খেররাও বুক ঠুকে বললেন, 'গর্ব করে বলছি, আমরা ভারতীয়।' এআর রহমান যখন সিনেদুনিয়ায় 'সাম্প্রদায়িক বিভেদ' বিতর্ক উসকে দিয়েছেন, তখন এমন আবহেই বৈচিত্র্যের মাঝে একতার মন্ত্র আওড়ালেন বিনোদুনিয়ার বাকি তারকারা।
উল্লেখ্য, চলতিবারে সাধারণতন্ত্র দিবস নিঃসন্দেহে ভারতীয় সিনেজগতের মুকুটে এক নতুন পালক যোগ করেছে। কারণ এই প্রথমবারের জন্য কর্তব্য পথে সিনেমার ট্যাবলো প্রদর্শিত হয়েছে। হৃতিক রোশন, রামচরণ, জুনিয়র এনটিআরদের পাশাপাশি আলিয়া ভাটও সাধারণতন্ত্র দিবস উদযাপনের ঝলক ভাগ করে নিয়েছেন। মেয়ে রাহার আঁকা তেরঙ্গা দিয়েই অভিনেত্রী সকলকে শুভেচ্ছা জানালেন।
