নাদিম খান। কয়েক দশক ধরে অভিনয়জগতে রয়েছেন। সদ্য বক্স অফিসে ঝড় তোলা 'ধুরন্ধর' সিনেমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। রণবীর সিংয়ের সেই সহ-অভিনেতার বিরুদ্ধেই এবার গুরুতর অভিযোগ উঠল। খবর, বিগত দশ বছর ধরে বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে গৃহপরিচারিকাকে লাগাতার ধর্ষণ করে আসছেন তিনি। সম্প্রতি সেই প্রেক্ষিতেই পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। নাদিম খানের বিরুদ্ধে মুম্বইয়ের মালওয়ানি থানায় অভিযোগ দায়ের করেছেন ওই গৃহপরিচারিকা।
নাদিম খানের বিরুদ্ধে নির্যাতিতার অভিযোগ, প্রত্যেকবার সহবাসের আগে অভিনেতা তাঁকে বিয়ের আশ্বাস দিতেন। আর এভাবে গত দশ-দশটা বছর ধরে শহরতলির ভারসোভার বাড়িতে তাঁর উপর যৌন নির্যাতন চালিয়েছেন প্রবীণ অভিনেতা। শুধু তাই নয়! পুলিশের দ্বারস্থ হয়ে গৃহপরিচারিকা জানিয়েছেন, একাধিকবার ভয় দেখিয়েও জোর করে সঙ্গমে লিপ্ত হয়েছেন নাদিম। সেই সূত্রেই এবার মালওয়ানি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ওই নির্যাতিতা জানান, ভয় পেয়েই দীর্ঘ দশ বছর ধরে তিনি এমন নারকীয় অত্যাচার সহ্য করেছেন। অন্যদিকে, বারংবার বিয়ের প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও নাদিম তার সঙ্গে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হননি। শেষমেশ ধৈর্যের বাঁধ ভাঙায় পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেতার গৃহপরিচারিকা।
বলিউড মাধ্যম সূত্রে খবর, ৪১ বছর বয়সি ওই মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা দায়ের করেছে পুলিশ। পাশাপাশি অভিনেতা নাদিম খানকেও গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, 'ধুরন্ধর' সিনেমায় অক্ষয় খান্না অভিনীত 'রহমান ডাকাইতে'র বাড়ির রাঁধুনির ভূমিকায় দেখা গিয়েছিল নাদিম খানকে। চিত্রনাট্য অনুযায়ী, যিনি রহমানের ছেলের খাবারে বিষ মিশিয়েছিলেন। পরে রণবীর সিংয়ের হাতেই তার নিকেশ হয়! সেই অভিনেতাই এবার বাড়ির পরিচারিকাকে লাগাতার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হলেন। জানা যায়, ফিল্মি দুনিয়ার বাইরেও থিয়েটার জগতে এই নাদিম খান বেশ পরিচিত মুখ। সঞ্জয় মিশ্রর 'বধ' ছবিতেও রয়েছেন তিনি। কৃতী স্যাননের 'মিমি' সিনেমাতেও তাঁকে দেখা গিয়েছিল।
