সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহান্তে একের পর এক দুর্ঘটনার খবরে জেরবার বলিউডে। শনিবার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছেন নোরা ফতেহি। তার কয়েক ঘণ্টা পেরোতে না পেরোতেই এবার অভিনেতা ইমরান হাশমির দুর্ঘটনার খবরে সরগরম বলিউড। রবিবার ছবির শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেতা ইমরান হাশমি।
রাজস্থানে 'আওইয়ারাপন ২' ছবির শুটিং চলাকালীন পেটে আঘাত পান ইমরান। শোনা যাচ্ছে, অনেক উঁচুতে ছিল শুটিং লোকেশন। আর সেখানেই শুটিং চলাকালীন পেটে মারাত্মক আঘাত পান ইমরান। আর তার জেরেই নাকি ছিঁড়েছে তাঁর পেটের পেশি। চোট এতটাই গুরুতর ছিল যে, শরীরের ভিতর রক্তক্ষরণ শুরু হয়। তবে প্রাথমিক চিকিৎসার পর ফের শুটিং ফ্লোরে ইমরান ফিরে এসে পুরোদমে কাজ শুরু করেছেন বলেই খবর। কাজের সঙ্গে কোনও আপস করতে রাজি নন তিনি। শুটিংয়ে যাতে তাঁর স্বাস্থ্যের জন কোনও প্রভাব না পড়ে তাই তা নিয়ে অত্যন্ত সচেতন থেকেছেন তিনি। যদিও তাঁর স্বাস্থ্যের দিক মাথায় রেখেই ছবির টিমের তরফে শুটিং চালানো হচ্ছে বলেই খবর। যদিও অভিনেতাকে সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
ইতিমধ্যেই পছন্দের অভিনেতার স্বাস্থ্যের খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই তাঁর অনুরাগীদের মনে দেখা দিয়েছে উদ্বেগ। সমাজমাধ্যমে পছন্দের অভিনেতার আরোগ্য কামনা করছেন অনুরাগীরা। উল্লেখ্য, ইমরানের 'আওয়ারাপন ২' বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে একটি। চলতি বছরের মার্চ মাসে নিজের জন্মদিনে এই ছবির সিক্যুয়েল আসার কথা ঘোষণা করেছিলেন ইমরান। ২০০৭ সালে মুক্তি পেয়েছিল 'আওয়ারাপন'। সব ঠিক থাকলে এই ছবির সিক্যুয়েল মুক্তি পাবে আগামী ৩ এপ্রিল, ২০২৬।
