shono
Advertisement
Bollywood

'আগে কাজল-রানিও...', দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবির সমর্থনে কী বললেন বলিউড পরিচালক?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এনিয়ে নিজের মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
Published By: Sucheta SenguptaPosted: 01:28 PM Jun 22, 2025Updated: 01:39 PM Jun 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার আর পেশার সামঞ্জস্য বজায় রাখতে নতুন পথে হাঁটার কথা ভাবছে বি-টাউন। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সম্প্রতি বলিউডে সুর চড়ছে। শুধু বলিউড বললে অবশ্য ভুলই হবে। বিনোদন জগতের সঙ্গে যুক্ত অনেকেই এসব নিয়ে নিজেদের বক্তব্য এখন অকপটে জানাচ্ছেন। তবে তাঁদেরদীর্ঘদিনের সেই চাপা স্বরকে প্রকাশ্যে আনার নেপথ্যে কিন্তু বলতেই হয় বলিউডের 'মস্তানি', সদ্য মা হওয়া দীপিকা পাড়ুকোনের কথা। তিনিই নির্দিষ্ট সময় কাজের দাবিতে প্রথম মুখ খোলেন। তার 'শাস্তি'স্বরূপ তাঁকে বিগ বাজেটের সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে। তাতে কী? অভিনয় জগতে এই যে নতুন ভাবনার হাওয়া তিনি এনে দিলেন, তা তো কম কিছু নয়। এবার দীপিকার সমর্থনে এগিয়ে এলেন বলিউড পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। আর এ প্রসঙ্গে তিনি বহু বছর আগে কাজল, রানি মুখোপাধ্যায়ের কাজের কথাও বললেন।

Advertisement

পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা।

সদ্য এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ পি মালহোত্রা ৮ ঘণ্টা কাজ নিয়ে নিজের মতামত ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। একসময়ে কাজল, রানি মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির নায়িকারাও শুটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ৮ ঘণ্টা সময় দিতেন বলে জানাচ্ছেন পরিচালক। তাঁর পরিচালনায় ২০১৮ সালের সিনেমা 'হিচকি'র শুটিংয়ের উদাহরণ সিদ্ধার্থ পি মালহোত্রা জানান, মাত্র ২৮ দিনে তার শুটিং শেষ হয়েছিল। ঠিকমতো প্রি-প্রোডাকশন, নিয়মানুবর্তিতা, সমন্বয় থাকলে কাজের ক্ষেত্রে ঘণ্টার হিসেব দরকার হয় না বলেই মনে করেন তিনি। খুব কম সময় কাজ করেও তা শেষ করা সম্ভব, নিজের অভিজ্ঞতা থেকে সেদিকেই জোর দিলেন সিদ্ধার্থ পি মালহোত্রা।

'হিচকি' সিনেমায় রানি মুখোপাধ্যায় ও ছোট শিল্পীরা।

তাঁর কথায়, ''প্রতিটি ছবি তৈরির সময়ে আলাদা আলাদা প্রয়োজন, সময় থাকে। আমরা 'হিচকি' সিনেমার শুটিং করেছিলাম মাত্র ২৮ দিনে। রানি আর বাচ্চারা প্রতিদিন ৮ ঘণ্টা করেই কাজ করেছিল। শুধু তাঁরাই নন, স্পটবয় থেকে অন্যান্য কলাকুশলী কাউকে বেশি সময় কাজ করতে হয়নি। কাজল তো ২০১০ সালেও ৮ ঘণ্টা কাজ করতেন। কাজেই দীপিকা এখন যা বলছেন, তা নতুন কোনও দাবি নয়।'' এরপর শ্লেষের সুরে পরিচালকের সংযোজন, ''কোনও পরিচালক যদি কাউকে নিয়ে সত্যিই কাজ করতে চান, তাহলে ৬ ঘণ্টাতেও সেই কাজ হওয়া সম্ভব। এখানে অহং নিয়ে কাজ হতে পারে না। কাজ হবে অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে। কে কীভাবে সময়কে ম্যানেজ করবেন, তার জন্য অভিজ্ঞতা হওয়া খুব জরুরি।''

দীপিকা পাড়ুকোন। ছবি: ইনস্টাগ্রাম

এসবেরই সূত্রপাত দীপিকা পাড়ুকোনের একটি দাবি ঘিরে। 'অ্যানিম্যাল' খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে রণবীর-ঘরনির হওয়ার কথা ছিল। শুটিং শুরুর আগে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। কারণ হিসেবে জানান, সদ্য মা হয়েছেন, মেয়েকে সময় দেবেন। এছাড়া পারিশ্রমিক নিয়েও বেশ কিছু দাবি ছিল নায়িকার। কিন্তু এসব শর্ত তাঁর পছন্দ হয়নি পরিচালকের। ফলে সিনেমা থেকে বাদ পড়তে হয় দীপিকাকে। তাঁর বদলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্টে 'এন্ট্রি' হয় তাঁরই আগের সিনেমার অভিনেত্রী তৃপ্তি দিমরির। তবে দীপিকার নয়া দাবি সামগ্রিকভাবে বিনোদুনিয়ায় নিজেদের মৌলিক দাবির হাওয়াটা জোরদার করে দিল, তা বলাই বাহুল্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দীপিকার ৮ ঘণ্টা কাজের দাবিকে সমর্থন বলিউড পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার।
  • তাঁর দাবি, 'কাজল, রানি আগেও ৮ ঘণ্টা শুটিং করেছেন।'
Advertisement