সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি অভিনেত্রী। মিউজিক ভিডিওতে বঙ্গকন্যা হিসাবেও দেখা গিয়েছে তাঁকে। তবে নারী দিবসে একেবারে ভিন্ন অবতারে অনুরাগীদের মন জিতলেন জ্যাকলিন ফার্নান্ডেজ। প্রথমবার বাংলা গান গাইলেন। 'আমি কাফি' গানে আপাতত বুঁদ নেটপাড়া। বাংলা গান গেয়ে আপ্লুত জ্যাকলিনও। নারী দিবসে প্রকাশ্যে আসা এই গানটির মাধ্যমে নারী ক্ষমতায়ন নিয়ে বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
'স্টর্মরাইডার' শীর্ষক গানের বাংলা সংস্করণই হল 'আমি কাফি'। এসভিএফ মিউজিকের গাঁটছড়া বেঁধে অমৃতা সেন এবং সিজি এই গানটি তৈরি করেছেন। সোনালি পোশাকে দেখা গিয়েছে জ্যাকলিনকে। এছাড়া দেখা গিয়েছে অমৃতা সেন, রাজকুমারী কোকো, শতাব্দী দত্ত বণিক, অঙ্কিতা সিং এবং ডিম্পল আচার্যকে। কালো শাড়িতে মোহময়ী ডিম্পল। অঙ্কিতার পরনে লাল পোশাক। ধূসর রঙের শাড়িতে সকলের মন জয় করেছেন শতাব্দী। কলকাতার প্রেক্ষাপটেই গানটির চিত্রায়ণ। উত্তর কলকাতার অলিগলি থেকে প্রিন্সেপ ঘাট যেমন দেখা গিয়েছে। তেমনই আবার হাওড়া ব্রিজ, হাতে টানা রিকশা, হলুদ ট্যাক্সি, গড়ের মাঠও চিত্রায়ণে দেখা গিয়েছে।
মিউজিক ভিডিওটি প্রায় বিদ্যুতের গতিতে ভাইরাল হচ্ছে। কমপক্ষে ৮৯ হাজার মানুষ এখনও পর্যন্ত মিউজিক ভিডিওটি দেখেছেন। প্রথমবার বাংলা গান গেয়ে আপ্লুত অভিনেত্রী। তিনি জানান, "এই গানটি আত্মবিশ্বাস এবং শক্তির প্রতীক। বাংলা গান গাইতে পারায় আমি অত্যন্ত খুশি।"