shono
Advertisement
Anupam Kher

অনুপমের ছবিতে 'গেম অফ থ্রোনস' খ্যাত অভিনেতা, শুটিং ফ্লোরের ছবি ভাইরাল

কবে মুক্তি পাবে এই ছবি?
Published By: Akash MisraPosted: 03:16 PM Aug 22, 2024Updated: 03:22 PM Aug 22, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেই ২০০২ সালে ওম জয় জগদীশ ছবি দিয়ে পরিচালক হিসেবে হাত পাকিয়ে ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খের। সেই ছবির বাইশ বছর পরে ফের সিনেমা পরিচালনার দায়িত্ব কাঁধে নিলেন অনুপম। ছবির নাম 'তানভি: দ্য গ্রেট'। আর এই ছবিতে নতুন চমক 'গেম অফ থ্রোনস' খ্যাত অভিনেতা ইয়ান গ্লেন। হ্যাঁ, হলিউডের এই জনপ্রিয় অভিনেতাই এবার দেখা যাবে অনুপমের এই ছবিতে। ইতিমধ্যেই শুরু হয়েছে এই ছবির শুটিং। এক্স হ্যান্ডেল অভিনেতা ইয়ান গ্লেনের সঙ্গে ছবি ও ভিডিও পোস্ট করে 'তানভি' নিয়ে বিস্তারিত জানালেন অনুপম।

Advertisement

সম্প্রতি মুম্বইয়ে শুটিং শুরু হয়েছে ‘তানভি: দ্য গ্রেট’ সিনেমাটির। আর সেই শুটিং সেটেই অনুপম খেরের সঙ্গে যোগ দিয়েছেন ইয়ান গ্লেন। যার বেশ কিছু ছবি ইতোমধ্যে নেট মাধ্যমে ভাইরাল।

[আরও পড়ুন: ‘মহিলা কমিশনকে জানাব’, পরিচালক দেবালয়ের বিরুদ্ধে বিস্ফোরক প্রযোজক রানা সরকার!]

 ‘তানভি: দ্য গ্রেট’ ছবিটি অনুপম খের নিজেই তার ব্যানার অনুপম খের স্টুডিওর ব্যানারে ছবিটা তৈরি করেছেন। নতুন বছরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। 

কয়েকদিন আগে মানসিক অবসাদে ভোগার কথা প্রকাশ্যে এনেছিলেন অনুপম। এক সাক্ষাৎকারে তিনি জানিয়ে ছিলেন, ”রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”

অনপুম আরও জানিয়ে ছিলেন, ”শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।”

[আরও পড়ুন: ৪৯ হাজারের টিস্যু শাড়িতে ভিন্টেজ লুকে কঙ্গনা, নজরকাড়া ফ্যাশন টিপস দিলেন অভিনেত্রী]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তবে হলিউড অভিনেতাকে কাস্ট করার বিষয়ে অনুপম খেরের তরফে এখনো কোন ঘোষণা আসেনি।
  • হলিউডের এই জনপ্রিয় অভিনেতাই এবার দেখা যাবে অনুপমের এই ছবিতে।
Advertisement