shono
Advertisement
Govinda

সত্যিই কি ৩৭ বছরের দাম্পত্য ভাঙছেন গোবিন্দা? অবশেষে মুখ খুললেন অভিনেতা

মুখ খুলেছেন গোবিন্দার ম্যানেজার শশী সিনহা।
Published By: Biswadip DeyPosted: 09:25 PM Feb 25, 2025Updated: 09:25 PM Feb 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। এই জল্পনায় তোলপাড় বলিউড। দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে। এই গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দা। কী বললেন অভিনেতা?

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে বলিউড তারকার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ''কেবল ব্যবসা নিয়েই আলোচনা চলছে। আমি আমার নতুন ছবিটি তৈরি করার প্রক্রিয়ায় রয়েছি।'' এদিকে গোবিন্দার ম্যানেজার শশী সিনহা বলছেন, ''পরিবারের কয়েকজন সদস্যদের বিবৃতির কারণে ওই দম্পতির মধ্যে সমস্যা দেখা গিয়েছে বটে। কিন্তু এর বেশি কিছু নয়। গোবিন্দা ওঁর নতুন ছবিটি নিয়ে ব্যস্ত। আর সেই কারণে আমাদের অফিসে শিল্পীরা আসাযাওয়া করছেন। আমরা বিষয়টা সমাধান করার চেষ্টা করছি।'' তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে রাজি হননি সুনীতা আহুজা। এমনকী দম্পতির কন্যা টিনাও সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে কোনও কথা বলতে চাননি।

বলি পাড়ায় গুঞ্জন, পরকীয়ায় জড়িয়েছেন ষাট বছরের ‘যুবক’ গোবিন্দা! প্রায় অর্ধেক বয়সি মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আর সেই কারণেই নাকি গোবিন্দা-সুনীতার বিয়ে ভাঙতে চলেছে। এই নিয়ে আগে অবশ্য বক্তব্য রেখেছেন সুনীতা। তাঁর বক্তব্য, হাতে কাজ না থাকা স্বামীকে নিয়ে চিন্তিত তিনি। সুনীতা বলেন, ''এখন তো বসেই থাকে। তাই ভয় হয়, কিছু করে না বসে!” সেই সঙ্গেই তাঁর দাবি, আগে দাম্পত্য নিয়ে সুরক্ষিত বোধ করতেন। এখন আর করেন না। তাঁর এহেন মন্তব্যের পর জট আরও বেশি করে তৈরি হতে থাকে। যা এখনও জোরালো গতি পেয়েছে। প্রায় চার দশকের দাম্পত্যে কি সত্যিই ফাটল ধরেছে?

গত বছর অক্টোবর মাসে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। যে খবরে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল বলিপাড়ায়। ওই ঘটনার পর শিল্পা শেট্টির মতো কেউ কেউ কূট প্রশ্ন তোলেন, স্ত্রী সুনীতাই কি গুলি করেছিলেন গোবিন্দাকে? তখনই শোনা যায়, তাঁদের দাম্পত্য সম্পর্ক বেশ কিছুদিন হল খাদের কিনারে। এও জানা যায়, এখন আর গোবিন্দার সঙ্গে থাকেন না স্ত্রী সুনীতা। যা প্রকাশ্যে আসার পর থেকেই ডিভোর্সের জল্পনা আরও জোরদার হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিবাহবিচ্ছেদের পথে গোবিন্দা-সুনীতা। এই জল্পনায় তোলপাড় বলিউড।
  • দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে।
  • এই গুঞ্জনের মাঝেই এবার মুখ খুললেন গোবিন্দা। কী বললেন অভিনেতা?
Advertisement