shono
Advertisement
Arijit Singh

'শুধু সেট আপ করছি', ভাইরাল অরিজিৎ সিংয়ের অডিওবার্তা!

আর জি কর কাণ্ড নিয়ে নতুন কোনও বার্তা দিলেন গায়ক?
Published By: Akash MisraPosted: 03:38 PM Aug 23, 2024Updated: 03:40 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে সরব গোটা দেশ। প্রতিবাদে রাস্তায় মিছিলে নেমেছেন সেলেব থেকে সাধারণ মানুষরা। ঠিক এমন সময়ে সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, নানা ভিডিও, নানা অডিও। যা নিয়ে বিভ্রান্তিও ছড়িয়েছে।

Advertisement

গত ১৭ আগস্ট হঠাৎই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও। গায়ক তাঁর এক্স হ্যান্ডেলে জানান, ৭ দিনের মধ্যে কিছু না হলে রাস্তায় নামবেন তিনি। অ্যাকাউন্টটি অরিজিতের কি না, তা নিয়ে অবশ্য ধোঁয়াশা রয়েছে। আর এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল একটি অডিও বার্তাও। যেটা কিনা অরিজিতের নাম করে ছড়ানো হচ্ছে। এক্স হ্যান্ডেসে হু আই এম নামে এক অ্যাকাউন্ট থেকে যে অডিওবার্তা ভাইরাল হয়েছে, সেখানে এক পুরুষকণ্ঠে শোনা গেল, ‘আমি এখন কিছু বলছি না, শুধু সেট আপ করছি। কিছু বলার আগে আমাকেও জানতে হবে, আমি কী বলব। কারণ আমরা জানি, শব্দ খুব গুরুত্বপূর্ণ। কর্মটাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ শব্দ যদি অর্থহীন হয়, তা হলে কাজের উদ্দেশ্যপূরণ সম্ভব নয়...।' এই অডিওবার্তার সত্যতা অবশ্য যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

 

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ-খুন কাণ্ডে (RG KAR Case) উত্তাল রাজ্য। দেশজুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। ১৪ আগস্ট রাতজুড়ে প্রতিবাদ মিছিলের পরই সামনে এসেছিল এক ভিডিও। সেখানে সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংকে (Arijit Singh) একটি ঘোষণা করতে দেখা যাচ্ছে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জেরই ছেলে তিনি। সেখানেই একটি অনুষ্ঠানে তাঁর বক্তব্যের ভিডিও হল ভাইরাল।

ওই ভিডিওয় তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ফেসবুকে আপডেট করলে হবে না কিন্তু কাকা। হ্যাঁ। ফেসবুক, টুইটার করে কিন্তু হবে না। আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম। তোমরা কে কে কাজ করছ? (উত্তরে সবাই, সবাই” শুনে) থ্যাঙ্ক ইউ ভেরি মাচ। আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট। প্রচুর সহযোগিতা চাই আপনাদের। আমরা আজ থেকে আমাদের লোগো লঞ্চ করলাম। অ্যান্টি-রেপ। থ্যাঙ্ক ইউ সো মাচ।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • গত ১৭ আগস্ট হঠাৎই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে অরিজিৎ সিংয়ের একটি ভিডিও।
  • আমাদের ইভেন্ট কোম্পানি অ্যামিগোজ আর আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইট।
Advertisement